বাংলাহান্ট ডেস্ক : গত আগস্ট মাসে খাদ্য দপ্তরের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করে পাবলিক সার্ভিস কমিশন (Public Service Commission)। পিএসসি এই মর্মে আবেদন জারি করে গত ২২ আগস্ট। পাবলিক সার্ভিস কমিশন জানাচ্ছে যে ৪৮০ টি পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তাতে প্রায় ১৩ লক্ষ আবেদন জমা পড়েছে।
এমন পরিস্থিতিতে যাতে নিয়োগের ক্ষেত্রে কোনো বেনিয়ম এবং দুর্নীতি না হয় সেই ব্যাপারে কড়া অবস্থা গ্রহণ করছে পিএসসি। খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয় গত ২৩ আগস্ট। গত ২১ সেপ্টেম্বর পর্যন্ত জানাতে পেরেছিলেন প্রার্থীরা। প্রসঙ্গত, সাব-ইন্সপেক্টর পদে আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা রাখা হয়েছিল মাধ্যমিক পাস।
আরোও পড়ুন : অক্টোবরে কবে বন্ধ থাকতে চলেছে স্কুল-কলেজ? দেখে নিন তারিখসহ ছুটির তালিকা
কিন্তু সূত্রের খবর, এই পদে বহু উচ্চশিক্ষিতরাও আবেদন করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে শেষ বার খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর পদে নিয়োগ হয় ২০১৮ সালে। ৫ বছর পর ফের নিয়োগ হতে চলেছে এই পদে। গত কয়েক বছর ধরে যেভাবে একের পর এক নিয়োগের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ উঠেছে তাতে এবার পাবলিক সার্ভিস কমিশন আরো সতর্ক।
অতিরিক্ত সতর্কতা গ্রহণ করে পাবলিক সার্ভিস কমিশন এই নিয়োগ করতে চলেছে। জানা হচ্ছে, মাল্টিপল চয়েস ফর্ম্যাটে আসবে প্রশ্ন। চাকরিপ্রার্থীরা নিজেদের সাথে করে নিয়ে যেতে পারবেন মাল্টিপল চয়েস উত্তরপত্রের কার্বন কপি। পরে পিএসসির পক্ষ থেকে প্রকাশ করা হবে মডেল উত্তরপত্র। এর থেকে চাকরিপ্রার্থীদের কাছে স্পষ্ট হয়ে যাবে পরীক্ষায় কে কত নম্বর পেতে চলেছেন।