অক্টোবরে কবে বন্ধ থাকতে চলেছে স্কুল-কলেজ? দেখে নিন তারিখসহ ছুটির তালিকা

বাংলহান্ট নিউজ : আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে অক্টোবর মাস। অক্টোবর থেকে শুরু হয় উৎসবের মরশুম। ইতিমধ্যেই বাংলা আকাশে-বাতাসে শুরু হয়ে গেছে পুজোর অনুভূতি। বিশেষ করে আমাদের দেশে অক্টোবর ও নভেম্বর মাসে দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলি, ভাই ফোঁটার মতো উৎসব থাকে।

এই উৎসবের দিনগুলিতে জায়গা ও স্থান বিশেষে বিভিন্ন রকম হয়ে থাকে স্কুল-কলেজের ছুটির তালিকা। গোটা বছর ছাত্র-ছাত্রীরা অপেক্ষা করে থাকে এই সময়টার জন্য। এই উৎসবের সময় একদিকে যেমন পাওয়া যায় লম্বা ছুটি, তেমনই উপভোগ করা যায় উৎসবের আমেজ। দুর্গাপুজোর সময় গোটা বাংলায় একটানা ছুটি থাকলেও গোটা দেশে কিন্তু তা হয় না।

আরোও পড়ুন : ২-৩ হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ! জানুন, কত টাকায় কেনা হয় বাংলাদেশ থেকে

উৎসবের ভিত্তিতে ছুটি থাকে বিভিন্ন জায়গায়। এক নজরে অক্টোবর মাসে ছুটির তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক।

অক্টোবর ১: রবিবার – সাধারণ ছুটি

অক্টোবর ২: গান্ধি জয়ন্তী

অক্টোবর ৭: সবেবরত

অক্টোবর ৭: শনিবার – সাধারণ ছুটি অনেক স্কুলে

অক্টোবর ৮: রবিবার – সাধারণ ছুটি

অক্টোবর ১৪: শনিবার -সাধারণ ছুটি অনেক স্কুলে

অক্টোবর ১৫: রবিবার – সাধারণ ছুটি

১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর: মহাপঞ্চমী – বিজয়া দশমী বা দশেরা পর্যন্ত পশ্চিমবঙ্গের সব স্কুল বন্ধ থাকবে

অক্টোবর ২৮: মহর্ষি বাল্মীকি জয়ন্তী ও অনেক স্কুলে শনিবারের সাধারণ ছুটি থাকবে

অক্টোবর ২৯: রবিবার – সাধারণ ছুটি

school holidays

প্রসঙ্গত, কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আলাদা ছুটির সময়সূচী থাকতে পারে।কাজেই শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে অনুরোধ তাঁরা যেন তাঁদের স্কুলের নির্দিষ্ট সংখ্যক ছুটির দিনগুলি জানার জন্য স্কুলের ডায়েরি বা অফিসিয়াল যোগাযোগের মাধ্যম মিলিয়ে সঠিক তথ্য দেখে নেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর