বাংলা হান্ট ডেস্ক: পুজোর মুখে দুর্যোগ কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। রাতভর টানা ৫ ঘণ্টার বৃষ্টিতে লণ্ডভণ্ড নগরী! বহু বছর পর এমন বৃষ্টি দেখল তিলোত্তমা। কোথাও কোমর অবধি জল, কোথাও ভেসে গিয়েছে বাড়ি-ঘর, কোথাও জলে ভাসছে দেহ। সবমিলিয়ে আতঙ্কে দক্ষিণবঙ্গবাসী। একই সাথে মনে প্রশ্ন, পুজোতেও কি একই রকম চলবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন।
পুজোয় ফের ভাসবে দক্ষিণবঙ্গ? South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শনিবার অর্থাৎ পঞ্চমীর দিন থেকে বৃষ্টি বাড়তে পারে। শনিবার ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়াও বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় কিছু কিছু অংশে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
রবিবার এবং সোমবার অর্থাৎ ষষ্ঠী ও সপ্তমীর দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর শেষ দিকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। আপাতত পুজোয় বৃষ্টির সিলসিলা জারি থাকবে বলেই স্পষ্ট জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, তৃতীয়ার দিন বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হবে। নিম্নচাপটি ধীরে-ধীরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নিয়ে ওড়িশা-অন্ধ্র উপকূলে যাবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে। এদিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘন্টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছবে।
আরও পড়ুন: ফ্রিজে অল্প চিকেন আছে? এবার পুজোয় ট্রাই করুন এই সহজ মাংসের খিচুড়ি, জানুন প্রণালী
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে ভিন্ন পরিস্থিতি। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। আবহাওয়া সংক্রান্ত সতর্কতাও জারি নেই। বৃহস্পতিবার পর্যন্ত এরমই থাকবে পরিস্থিতি। শুক্রবার এবং শনিবার দার্জিলিঙে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।