বাংলা হান্ট ডেস্ক: পুজোর মুখে আবহাওয়ার মুড সুইং। কখনও ভাসছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather), আবার কখনও দুর্যোগ কাটিয়ে উঁকি দিচ্ছে রোদ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে পুজোর সময়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপ আর কিছু ঘণ্টার মধ্যে দুর্বল হয়ে পড়বে। যার জেরে কমবে বৃষ্টি।
পুজোতেও ভিজবে দক্ষিণবঙ্গ? South Bengal Weather
তবে আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে, ফের দুটি নিম্নচাপ চোখ রাঙাচ্ছে। ২৬ সেপ্টেম্বর, চতুর্থীর দিন থেকে নিম্নচাপের জেরে ফের পরিস্থিতি বদলানোর সম্ভাবনা। নিম্নচাপ তৈরি হলে ষষ্ঠী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার অর্থাৎ পঞ্চমীর দিন থেকে বৃষ্টি বাড়তে পারে।
এরপর ফের ৩০ সেপ্টেম্বরের আর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যদিও এই নিয়ে আবহাওয়া দপ্তর এখনও স্পষ্ট আপডেট দেয়নি। এদিকে রয়েছে ঘূর্ণাবর্ত। আপাতত আগামী তিন দিন ভারী বৃষ্টির সতর্কতা নেই দক্ষিণবঙ্গে। যদিও আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সর্বত্র হলুদ সতর্কতা জারি থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সর্বত্র।
পঞ্চমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। গোটা দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। ষষ্ঠীর দিনও দক্ষিণবঙ্গের সর্বত্র হলুদ সতর্কতা জারি থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যদিও। সপ্তমী ও অষ্টমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: “ইউক্রেন যুদ্ধে মদত দিচ্ছে ভারত”, এবার ট্রাম্পের আজগুবি দাবি খারিজ করলেন জেলেনস্কি, স্পষ্ট জানালেন…
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে সমানে বাড়ছে গরম। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা বা কোনও সতর্কতা জারি নেই। শুক্রবার এবং শনিবার দার্জিলিঙে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরের বাকি জেলাগুলিতে আপাতত আর ভারী বৃষ্টি হবে না। তাপমাত্রা বাড়বে।