বাংলা হান্ট ডেস্ক: পুজোর মুখে বিদ্ধস্ত কলকাতা। কিছু কিছু জায়গা ছন্দে ফিরলেও এখনও স্বাভাবিক হয়নি বহু এলাকা। এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ। এর জেরে পঞ্চমী থেকেই ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। ষষ্ঠী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গে পুজোতেও দুর্যোগের আশঙ্কা | South Bengal Weather
মায়ানমার উপকূল-সংলগ্ন বঙ্গোপসাগরের উপর থাকা ঘূর্ণাবর্ত ধীরে ধীরে পশ্চিম দিকে সরছে। এর প্রভাবে আজই উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা। তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে সেই নিম্নচাপ স্থলভাগে ঢুকতে পারে। এর জেরে বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গে।
শনিবার অর্থাৎ পঞ্চমীর দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও পূর্বাভাস। আর এখানেই শেষ নয়, অষ্টমীতে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা। এই ঘূর্ণাবর্ত তৈরি হলে নবমীর রাত থেকে ঝড়বৃষ্টির দাপট আরও বাড়তে পারে।
আপাতত আগামী তিন দিন ভারী বৃষ্টির সতর্কতা নেই দক্ষিণবঙ্গে। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সর্বত্র হলুদ সতর্কতা জারি থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির এবং ঝোড়ো হাওয়ার কারণে। তার আগে আজ বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: রান্নায় নতুনত্ব আনুন, ভাপা ইলিশে নারকেল-সর্ষের মেলবন্ধনে পাবেন অসাধারণ স্বাদ, রইল রেসিপি
এদিন অধিক বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। এরপর শুক্রবার বৃষ্টির বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পঞ্চমীর দিন ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এ ছাড়া, বাকি দক্ষিণের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট চলবে রবিবারও। দোসর হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। হলুদ সতর্কতা জারি থাকবে পঞ্চমী ষষ্ঠীর দিনও।