বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবারই ঘূর্ণাবর্ত থেকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। এর জেরে কম-বেশি বৃষ্টি হচ্ছে গোটা দক্ষিণবঙ্গেই (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পঞ্চমীতে বাড়তে পারে বৃষ্টি। সঙ্গে বাড়বে ঝোড়ো হাওয়ার দাপট। বৃষ্টি চলবে টানা দশমী পর্যন্ত। রাত পোহালে কোথায় কেমন আবহাওয়া? দেখে নিন আপডেট।
দক্ষিণবঙ্গে পঞ্চমী থেকে বাড়বে বৃষ্টি | South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপটি পশ্চিমে সরবে এবং ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে। উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এই সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনারও রয়েছে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
পঞ্চমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল সহ সংলগ্ন চার জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দফায় দফায়। ষষ্ঠীর দিনও একই রকম থাকবে পরিস্থিতি।
রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির অধিক সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও ২ মেদিনীপুরে। বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর অষ্টমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে অষ্টমীর দিন। এই ঘূর্ণাবর্ত তৈরি হলে নবমীর রাত থেকে বৃষ্টি বাড়তে পারে। ভারী বৃষ্টি হতে পারে জেলায় জেলায়।
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা কম থাকবে দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তরবঙ্গের এই সব জেলাগুলিতে রবিবার অবধি বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তবে পঞ্চমীতে ভারী বৃষ্টিও হতে পারে। শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে।