বাংলা হান্ট ডেস্ক: নিম্নচাপের জেরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আজ শনিবার পঞ্চমী থেকেই শুরু হয়ে যাবে বর্ষণ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, দুর্গাপুজোর অন্তত দু’দিন শহরে ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে বৃষ্টিহীন কাটবে না পুজো | South Bengal Weather
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পঞ্চমী আর ষষ্ঠী অর্থাৎ আজ শনিবার এবং রবিবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। শনিবার দিনভর কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দফায় দফায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শনিবার সকালেই নিম্নচাপটি ওড়িশার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। নিম্নচাপ ধীরে ধীরে তা আরও পশ্চিমে সরবে এবং শক্তি ক্ষয় হবে।
রবিবার ষষ্ঠীর দিন থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বৃষ্টিহীন কাটবে না পুজো। মোটের উপর বৃষ্টি চলবেই। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও ২ মেদিনীপুরে। বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা আবার কোথাও বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বিরাট বদল! কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন এই ‘দাপুটে’ বিচারপতি
সোমবার সপ্তমী থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। তবে কলকাতা শিহরণ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে বুধবার থেকে। দশমী এবং একাদশীর দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শুকনো থাকবে আবহাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে প্রায় সব জেলাতেই।