নিম্নচাপের জেরে আজ ভারী বৃষ্টির তোলপাড় দক্ষিণবঙ্গে! কোথায় কোথায় সতর্কতা? জানুন আপডেট

Published on:

Published on:

South Bengal Weather Update 18th August 2025

বাংলা হান্ট ডেস্ক: পুজো শুরুতেই ভয় ধরাচ্ছে আবহাওয়া। আজ পঞ্চমী। আর এদিন বৃষ্টি বাড়বে গোটা দক্ষিণবঙ্গেই (South Bengal Weather)। আজ শনিবার পঞ্চমী থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। মোটের উপর আগামী পাঁচ থেকে সাতদিন অর্থাৎ গোটা পুজোর সময়ই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ পঞ্চমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল সহ সংলগ্ন চার জেলায়। ভারী বৃষ্টির তালিকায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ভিজবে কলকাতাও।

শনিবার দিনভর কলকাতায় আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই শহরে। রবিবার ষষ্ঠীর দিন থেকে বৃষ্টির পরিমাণ কমলেও বৃষ্টিহীন থাকছে না পুজো। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির প্রবল সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও ২ মেদিনীপুরে। বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অষ্টমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে অষ্টমীর রাত থেকে বদলাবে আবহাওয়া। নবমী আর দশমীতে কলকাতায় তুমুল বৃষ্টির পূর্বাভাস। দশমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। কলকাতায় একাদশী ও দ্বাদশী পর্যন্ত কলকাতায় বৃষ্টি চলবে। দশমী থেকে কলকাতায় বাজ পড়ার প্রবল সম্ভাবনা।

south bengal weather (2)

আরও পড়ুন: “মাথায় রাখতে হবে…”, এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারাতে পাকিস্তানকে বিশেষ পরামর্শ শোয়েব আখতারের

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

ষষ্ঠী পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি হবে।