নয়া নিম্নচাপে ফের ভারী বৃষ্টি শুরু! ষষ্ঠীতে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে? আপডেট জানুন

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: আজ মহাষষ্ঠী। তবে পুজোর মধ্যেও বৃষ্টি যেন পিছু ছাড়ার নাম নেই। যদিও আজ থেকে আর কোনও দুর্যোগের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে না। আজ রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। বাইরে বেরোনোর আগে ওয়েদার আপডেট দেখে নিন।

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে মঙ্গল অবধি | South Bengal Weather

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই কম-বেশি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু কিছু জায়গায়। ষষ্ঠীতে অধিক বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে এক নিম্নচাপের ফাঁড়া কাটলেও আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হতে পারে ৩০ সেপ্টেম্বর। এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হবে। যার জেরে নবমীর দিন থেকে ফের বাড়বে বৃষ্টি। দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা রাজ্যেই।

South Bengal Weather

তার আগে অষ্টমী পর্যন্ত ভারী বৃষ্টি হবে না কোথাও। আগামীকাল সপ্তমীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে। এছাড়াও বাকি জেলাগুলিতে কম-বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছেই।

আরও পড়ুন: ‘ইউনূস পাকিস্তানি’ স্লোগানে কাঁপল নিউ ইয়র্ক,বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে উঠল প্রশ্ন

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

বৃষ্টিহীন পুজো কাটবে না উত্তরেও। আজ দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টি হবে দুই দিনাজপুর ও জলপাইগুড়িতেও। অষ্টমী পর্যন্ত কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দশমীর দিন থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।