দশমীতে ভারী বৃষ্টির সতর্কতা কলকাতায়, দক্ষিণবঙ্গের আর কোন কোন জেলা ভিজবে? জেনে নিন

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: পূর্বাভাস মতোই ভিজছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। প্রায় রোজই কম-বেশি বৃষ্টি হয়েছে। আজ দশমী। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। দশমীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। কলকাতাতেও ভারী বর্ষণের পূর্বাভাস। সবমিলিয়ে আজ কোন কোন জেলা ভিজবে? কোথায় কোথায় ভারী বৃষ্টি? জেনে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

নিম্নচাপের জেরে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা। ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার দশমীর দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কিছু জেলায় কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

এদিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া সহ প্রায় সব জেলাই বিক্ষিপ্তভাবে ভিজতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।

এদিন কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়াতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এরপর শুক্রবার এবং শনিবারও কলকাতা ও আশপাশের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

south bengal weather(79)

আরও পড়ুন: আজকের রাশিফল ২ অক্টোবর, বিজয়া দশমীর দিন প্রতিটি ক্ষেত্রে বাজিমাত করবে এই চার রাশি

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তরের উপরের দিকের ৫ জেলায় অধিক বৃষ্টির পূর্বাভাস। এরপর একাদশী ও দ্বাদশীতে ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদহ ও দুই দিনাজপুরও রেহাই পাবে। শনিবারও একই রকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।