লম্বা ওয়েটিং লিস্ট। ভারতীয় রেলের তরফ থেকে পুজোর উপহার।

 

বাংলা হান্ট ডেস্ক: পুজোর আর মাত্র কিছুদিন। কিছুদিনের মধ্যেই উমা ফিরবে ঘরে। ব্যাস্ত জীবন থেকে কিছুদিনের অবকাশের ছুটিও পুজো। নিজের লোকেদের সাথে সময় কাটানোর সুযোগ।আফিস আদালত স্কুল কলেজ সবই সাধারনত এই সময় ছুটি। তবে এমন অনেক ব্যাক্তিই আছেন যারা পুজোর সময় কলকাতার ভিড়ভাট্টা থেকে নিজেকে বের করে এই ছুটির দিনগুলো কোনো পাহাড়ে বা কোনো সমুদ্র, গ্রামে কাটাতে ভালবাসে। আবার অন্যদিকে অনেক প্রবাসী রা পুজোর কয়েকটা দিনের জন্য ফেরে ঘরে। টুরিস্ট এর ভিড় ও থাকে শহরে।সব মিলিয়ে পুজোর দিনগুলোতে ট্রেনের টিকিট এর চাহিদা ওঠে তুঙ্গে।

IMG 20190918 112655

সাধারনত প্রতিবছরই এই সময় ভারতীয় রেলে টিকিটের চাহিদা তুঙ্গে থাকে ৷ অনেকেই এই সময় বেড়াতে যাওয়ার আশায় লম্বা ওয়েটিং লিস্টেও টিকিট কেটে ফেলেছেন আর অপেক্ষা করছেন। এ বছর এই লম্বা ওয়েটিং লিস্টে থাকা মানুষগুলোর জন্য দারুন সুখবর নিয়ে এল ভারতীয় রেল।জানা যাচ্ছে,  ইতিমধ্যেই এই ট্রেনগুলিতে কোচের সংখ্যা বাড়ানো র সিদ্ধান্তে সরকারি সিলমোহর পড়ে গেছে।এসি থ্রি টিয়ার ও স্লিপার কোচ একটি করে বাড়ালেই ওয়েটিং লিস্টে থাকা ছ’ জন করে যাত্রীর সিট কনফার্ম হয়ে যাচ্ছে ৷ আর এভাবেই লম্বা ওয়েটিং লিস্ট অনেকটা কমানো যাবে বলে আশাবাদী ভারতীয় রেল।পুজোয় লম্বা ওয়েটিং লিস্টে থাকা ভ্রমণ পিপাসু মানুষ গুলোর জন্য এটি একটি অসাধারন উপহার এ কথা মানতেই হবে। তবে এত বড় সিদ্ধান্তেও শেষমেষ যদি কারুর টিকিট কনফার্ম না হয় সেক্ষেত্রে তাদের মন খারাপ না করে মাথায় রাখা উচিত, আসছে বছর আবার হবে।

সম্পর্কিত খবর