বাংলা হান্ট নিউজ ডেস্ক: সেঞ্চুরিয়নে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন টেস্টের সিরিজের প্রথম টেস্ট গতকাল শুরু হয়েছে। ওপেনার লোকেশ রাহুল এবং ময়ঙ্ক আগরওয়াল এই ম্যাচের প্রথম দিনে দুর্দান্ত ইনিংস খেলেছেন। কিন্ত একইসঙ্গে দলের তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারার অফফর্ম রয়েছে অব্যাহত। এই ম্যাচে পূজারা কোনো রান করতে পারেননি এবং প্রথম বলেই উইকেটের পেছনে খোঁচা দিয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। এর ফলে তার নামের পাশে একটি লজ্জাজনক রেকর্ড যোগ হয়েছে।
একসময় ভারতীয় দলের দ্বিতীয় প্রাচীর বলে পরিচিত চেতেশ্বর পূজারা ব্যাট থেকে রান বের হয়নি দীর্ঘদিন। কাল শূন্য রানে আউট হওয়ার সাথে সাথে তার নামের পাশে একটি লজ্জাজনক রেকর্ড যোগ হয়েছে। তিন নম্বরে ব্যাট করতে নেমে তিন বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যান হয়েছেন। এক্ষেত্রে প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসাকারের রেকর্ড ভেঙেছেন তিনি। তিন নম্বরে খেলতে গিয়ে এই নিয়ে নয় বার খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন পূজারা।
এটা অবশ্য নতুন কিছু না। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও নিজের সুনাম বজায় রাখতে ব্যর্থ হন পূজারা। শেষবার কবে শতরান করেছেন সেটা হয়তো তার নিজেরও মনে নেই। পরিসংখ্যান বলছে চেতেশ্বর পূজারা ২০১৯ সাল থেকে টেস্ট ক্রিকেটে কোনো শতরান করতে পারেননি। ভারতীয় নির্বাচকরা তাকে অনেক সুযোগ দিয়েছেন। এখন হয়তো তার বদলে অন্য কাউকে খেলালেই তাতে ভারতীয় দলের মঙ্গল হবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিং করেছেন ভারতীয় দলের ওপেনাররা। লোকেশ রাহুল একটি দুর্দান্ত সেঞ্চুরি করার পরেও ক্রিজে অপরাজিত ছিলেন কাল। তিনি প্রথম দিনে ১২২ রান করেন। অপর ওপেনার ময়ঙ্ক আগরওয়াল ৬০ রান করে আউট হন। পূজারার পর কোহলিও দায়িত্বজ্ঞানহীন ভাবে আউট হন। কথা উঠছে পরের ইনিংসেও পূজারার অফফর্ম বজায় থাকলে তার বদলে শ্রেয়স আইয়ার-কে সুযোগ দেওয়ার।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা