বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে (Afghanistan) তালিবানদের (Taliban ) প্রভাব ক্রমশ বেড়েই চলেছে। ইতিমধ্যেই দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার শহর সহ বেশকিছু জেলা দখল করে নিয়েছে তালিবানরা। এবার ভারতের জন্য এলো এক চরম দুঃসংবাদ। পুলিৎজার পুরস্কার প্রাপ্ত ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকীর (Danish Siddiqui) মৃত্যু হল তালিবানদের হাতে। ২০১৮ সালে রোহিঙ্গাদের খবর তুলে ধরার জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন দানিশ। বর্তমানে আফগান সুরক্ষা বাহিনীর সঙ্গে রিপোর্টিংয়ের কাজ করছিলেন তিনি।
শুক্রবার আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজে একটি টুইটের মাধ্যমে জানান, “বৃহস্পতিবার রাতে আমার বন্ধু দানিশ সিদ্দিকীর কান্দাহারে তালিবানদের গুলিতে মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমি রীতিমত মর্মাহত। পুলিৎজার পুরস্কার প্রাপ্ত ভারতীয় এই চিত্র সাংবাদিক ছিলেন আফগান সেনার এক গুরুত্বপূর্ণ অংশ। তিনি কাবুলের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে শেষবার আমার সঙ্গে তার দেখা হয়েছিল। তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।”
যদিও এর বেশি আর কিছুই জানাননি আফগান রাষ্ট্রদূত। তবে আফগানিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে, কান্দাহারের স্পিন বোলডাক জেলায় তালিবানিরা হত্যা করে দানিশকে। সূত্রের খবর অনুযায়ী, সিদ্দিকী সম্প্রতি এক পুলিশ অফিসারকে উদ্ধার করার জন্য আফগান সুরক্ষা বাহিনীর মিশন কভার করছিলেন। তার জেরেই তাকে টার্গেট করে তালিবানিরা। তার প্রতিবেদনে আফগান বাহিনীর যানবাহন লক্ষ্য করে ছোঁড়া বেশকিছু রকেটের গ্রাফিক চিত্র ছিল।
এই বিশেষ মিশন কভার করতে গিয়েই তালিবানদের টার্গেট হয়ে পড়েন তিনি। যার জেরেই শেষ পর্যন্ত প্রাণ হারাতে হলো তাকে। টিভি চ্যানেলের সাংবাদিকতা দিয়েই জীবন শুরু করেছিলেন দানিশ। পরে পুরোপুরি চিত্র সাংবাদিকতার দিকে চলে যান। এর আগেও তার বহু রিপোর্ট ভীষণ প্রশংসিত হয়েছে।