পুনিতের মৃত‍্যুর পর ক্ষোভের মুখে চিকিৎসক, বাড়ানো হল নিরাপত্তা

বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী সুপারস্টার পুনিত রাজকুমারের (puneeth rajkumar)  মৃত‍্যুর পর বিপাকে তাঁর চিকিৎসক রামন রাও। তাঁর বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনলেন অভিনেতার ভক্তরা। তাঁর অবহেলার জেরেই নাকি অকালে প্রাণ দিতে হল পুনিতকে।

গত ২৯ অক্টোবর প্রয়াত হয়েছেন পুনিত। ১০ দিন কেটে গেলেও তাঁর মৃত‍্যু সংবাদ এখনো বিশ্বাস করতে পারছেন না অনেকেই। তাই একাংশের রাগ গিয়ে পড়েছে পুনিতের চিকিৎসক রামন রাওয়ের উপরে। তাদের দাবি, তিনি চাইলেই অভিনেতাকে বাঁচাতে পারতেন। কিন্তু তিনি তা করেননি।

   


অভিযোগের মাত্রা এতই যে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বম্মাইয়ের কাছে রামনের জন‍্য বিশেষ নিরাপত্তা চেয়েছে দ্য প্রাইভেট হসপিটালস অ্যান্ড নার্সিং হোমস অ্যাসোসিয়েশন (পিএইচএএনএ)। ইতিমধ‍্যেই চিকিৎসকের বাড়ির বাইরে পুলিস মোতায়েন করা হয়েছে।

চিকিৎসক রামন রাও জানিয়েছিলেন, স্ত্রীকে নিয়ে তাঁর চেম্বারে গিয়েছিলেন পুনিত। তিনি জানিয়েছিলেন তাঁর খুব দুর্বল লাগছে। রক্তচাপ, ফুসফুস সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও দরদর করে ঘামছিলেন অভিনেতা। তাঁকে ইসিজি করানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। কিন্তু শেষরক্ষা হয়নি।

গত ২৯ অক্টোবর, শুক্রবার বেঙ্গালুরুর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন পুনিত। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত‍্যু হয়। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, জিমে শরীরচর্চায় ব‍্যস্ত ছিলেন পুনিত। আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে তাঁর। বেলা সাড়ে এগারোটার সময়ে বেঙ্গালুরুর বিক্রম হাসসাতালে ভর্তি করা হয় তাঁকে। সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি অভিনেতাকে। মাত্র ৪৬ বছর বয়সে প্রয়াত হন পুনিত।

সংবাদ মাধ‍্যম সংস্থা ANI কে বিক্রম হাসপাতালের চিকিৎসক রঙ্গনাথ নায়ক জানিয়েছিলেন, পুনিতকে যখন হাসপাতালে আনা হয় তখন তাঁর অবস্থা সঙ্কটজনক ছিল। যথাসাধ‍্য চেষ্টা করেছেন তাঁরা। অভিনেতা হিসাবে অত‍্যন্ত জনপ্রিয় ছিলেন পুনিত রাজকুমার। ‘পাওয়ার স্টার’ নামে পরিচিত ছিলেন তিনি ইন্ডাস্ট্রিতে। এখনো পর্যন্ত থমথমে পরিবেশ হয়ে রয়েছে দক্ষিণী ফিল্ম জগতে।

ad2
Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর