বাংলাহান্ট ডেস্ক : ঠিক যেন কোনও অ্যাকশন ছবির দৃশ্য। পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে গিয়ে বড়সড় কাণ্ড ঘটালেন বিধায়ক। শুধু যে পুলিশি হেফাজত থেকে তিনি পাঠিয়েছেন তাই নয়, রীতিমতো পুলিশের উদ্দেশে গুলি ছুঁড়তে ছুঁড়তে গিয়েছেন। পঞ্জাবের (Punjab) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। বিধায়ক, তাঁর সঙ্গী এবং স্করপিও ও ফরচুনার গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশকেই গুলি করে পালালেন আপ (Punjab) বিধায়ক
পঞ্জাবের (Punjab) সানৌরের আম আদমি পার্টির বিধায়ক হরমীত পাঠানমাজরা। জানা গিয়েছে, ধর্ষণে অভিযুক্ত বিধায়ককে মঙ্গলবার গ্রেফতার করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই বিধায়কের সঙ্গীরা পুলিশের উদ্দেশে গুলি ছুঁড়তে শুরু করে। সেই সুযোগে বিধায়ক নিজেও গুলি চালান পুলিশকে লক্ষ্য করে। একজন পুলিশকর্মী বাধা দিতে গেলে দুটি এসইউভি গাড়ি তাঁকে চাপা দিয়েই চলে যায়।
কী অভিযোগ তাঁর বিরুদ্ধে: জানা গিয়েছে, ফরচুনার গাড়িটি পুলিশের রেডারে ধরা পড়েছে। তবে স্করপিও এবং আপ বিধায়ক (Punjab) হরমীতের কোনও সন্ধানই মেলেনি এখনও। কী অভিযোগ হরমীতের বিরুদ্ধে? জানা যাচ্ছে, ধর্ষণ ছাড়াও প্রতারণা, অপরাধমূলক ভীতি প্রদর্শনের মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি হরমীতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক মহিলা। তাঁর অভিযোগ, নিজেকে বিবাহ বিচ্ছিন্ন বলে পরিচয় দিয়েছিলেন হরমীত। দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে তাঁর কাছ থেকে হরমীত যৌন সুবিধা নেন বলে গুরুতর অভিযোগ (Punjab) করেছেন মহিলা। এমনকি তাঁকে নোংরা মেসেজ পাঠানোর অভিযোগও রয়েছে।
আরও পড়ুন : হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের, আদালতের নির্দেশ ছাড়া চিড়িয়াখানার জমির বাণিজ্যিক ব্যবহারে জারি নিষেধাজ্ঞা
দায়ের হয়েছে এফআইআর: এফআইআর থেকে জানা গিয়েছে, বছর ৪৫ এর ওই মহিলা বিবাহ বিচ্ছিন্না। ২০১৩ সালে হরমীতের সঙ্গে সম্পর্ক হয় তাঁর। এমনকি তাঁরা গুরুদ্বারায় (Punjab) লুকিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলেও জানা গিয়েছে। কিন্তু নির্বাচনে দাঁড়ানোর সময় হলফনামায় হরমীত প্রথম স্ত্রীর নাম লিখলে সেখান থেকেই শুরু অশান্তি।
আরও পড়ুন : লটারি লাগল রেল কর্মীদের, পরিবার পিছু ১ কোটি টাকা দেবে SBI! কারা পাবেন এই সুবিধা?
প্রসঙ্গত, এর আগে রাজ্যের সরকারকেও সমালোচনার অভিযোগ উঠেছিল হরমীতের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে আক্রমণ শানাতে দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি তাঁর নিরাপত্তাও তুলে নেওয়া হয়।