পাঞ্জাবে পুলিশের উপর হামলা! হাত কেটে গেলো এএসআই এর, আহত কয়েকজন পুলিশ কর্মী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পাঞ্জাবের (Punjab) পাটিয়ালার (Patiala) বড় সবজি বাজারে সনৌর রোডে কার্ফুর সময় সবজি নিতে যাওয়া মানুষরা পুলিশের (Punjab Police) টিমের উপর হামলা করে দেয়। এই হামলায় এক পুলিশ কর্মীর হাত কেটে যায়, আর দুই পুলিশ কর্মী গুরুতর আহত হয়।

পুলিশ জানায়, চার পাঁচজনের (পরম্পরা মতো হাতিয়ার রাখা আর নীল লম্বা কুর্তা পরা শিখ – Nihangs) একটি দল গাড়ি নিয়ে যাচ্ছিল আর বাজার বোর্ডের আধিকারিকরা সকাল প্রায় সোয়া ছয়টা নাগাদ সবজি বাজারের পাশে তাঁদের দাঁড়াতে বলে। পাটিয়ালার বরিষ্ঠ পুলিশ আধিকারিক মনদীপ সিং সিধু জানান, ‘তাঁদের কাছে কার্ফুর পাস দেখতে চাওয়া হয়, কিন্তু তাঁরা গাড়ি নিয়ে সেখানে লাগানো ব্যারিকেড গুলো ভেঙে দেয়।”

উনি জানান, ‘তরোয়াল দিয়ে এক সহায়ক উপ নিরীক্ষক (এএসআই) এর হাত কেটে দেয় তাঁরা। পাটিয়ালা সদর থানার অফিসারের হাতেও চোট লাগে আর আরেকজন পুলিশ অফিসারের হাতেও এই হামলার কারণে আঘাত লাগে।” এএসআইকে রাজেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ওনাকে পিজিআইএমইআর চণ্ডীগড়ে রেফার করা হয়। এসএসপি জানান, এই হামলার পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, আর ওঁরা একটি গুরুদ্বারাতে গিয়ে আশ্রয় নেই। পুলিশ জানায়, তাঁদের গ্রেফতার করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে।

এই ঘটনা গোটা দেশ সমেত পাঞ্জাবে করোনা ভাইরাস রোখার জন্য লাগু লকডাউনের মধ্যে ঘটে। পাঞ্জাবে বিগত ২৪ ঘণ্টায় কার্ফু আর লকডাউনের নিয়ম পালন করানো পুলিশের উপর হামলার এটা তৃতীয় ঘটনা।

সম্পর্কিত খবর

X