বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২৩-এর (IPL 2023) দ্বিতীয় ম্যাচে মোহালিতে সুবিধা করতে পারলেন না নাইট বোলাররা। যাকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল সেই সুনীল নারায়ন কিছুটা হতাশই করলেন। আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েও বেশ কিছুটা বড় রান তোলা থেকে শিখর ধাওয়ানদের আটকাতে পারলো না কলকাতা নাইট রাইডার্স (KKR)।
আজ টস হারলেও পাঞ্জাবের মনোভাব প্রথম থেকেই ছিল পরিষ্কার। একজন ক্রিকেটার গোটা ইনিংসটা ধরে রাখবেন আর বাকি ব্যাটাররা আগ্রাসী ব্যাটিং করে রানের গতি বজায় রাখবেন। আর ঠিক তেমনটাই করলেন শিখর ধাওয়ান। ২৯ বলে ৪০ রান করে পাঞ্জাব অধিনায়ক এগিয়ে নিয়ে গেলেন দলের ইনিংসকে। অপর দিক দিয়ে টপ অর্ডারের বাকি ব্যাটাররা রান করে গেলেন বেপরোয়াভাবে।
প্রভসিমরান সিং (২৩) ও জিতেশ শর্মাদের (২১) মতো ভারতীয় তারকারা সাহসী ব্যাটিং করেছেন। দুর্দান্ত ব্যাটিং করে অর্ধশতরান করেছেন শ্রীলঙ্কার তারকা বেটার ভানুকা রাজাপক্ষ। ৩২ বলে সাতটি বাউন্ডারি মেরে ৫০ রান করে উমেশ যাদবের শিকার হয়েছেন তিনি। উমেশ যাদব এবং বরুন চক্রবর্তী বেশ কৃপণ বোলিং করেছেন এবং একটি করে উইকেট পেয়েছেন।
নাইট রাইডার্সের বোলাররা প্রথম ১০ ওভারে রানের গতিকে নিয়ন্ত্রণ করতে না পারলেও শেষ ১০ ওভারে নিয়মিত ব্যবধানে উইকেট তুলে রানের গতিতে কিছুটা লাগাম পরিয়েছিলেন। নয়তো একসময় পাঞ্জাব কিংসের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তারা সহজেই ২০০ রানের গণ্ডি অতিক্রম করবে। তবে শেষ দিকে শাহরুখ খান (১১) এবং স্যাম ক্যারান (২৬) আগ্রাসে ব্যাটিং করে নাইটদের বিরুদ্ধে এতো ১৯১ রানের স্কোর তোলেন।