বাংলা হান্ট ডেস্ক: সেপ্টেম্বরের শুরুতেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Bank of India) গ্রাহকদের জন্য বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে সেপ্টেম্বরের শুরুতেই PNB এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ঋণের ক্ষেত্রে সুদের হার কমিয়েছে। মূলত, এই দুই ব্যাঙ্ক MCLR (মার্জিনাল কস্ট বেসড লেন্ডিং রেট) কমিয়েছে। যা হোম লোন থেকে শুরু করে কার লোন এবং পার্সোনাল লোন গ্রহণকারী গ্রাহকদের স্বস্তি দেবে। জানিয়ে রাখি যে উভয় ব্যাঙ্কের জন্য সংশোধিত হার ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে।
বড় পদক্ষেপ নিল PNB (Punjab National Bank) ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া:
ঋণগ্রহীতারা পেলেন স্বস্তি: উল্লেখ্য যে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার MCLR-এর ক্ষেত্রে সংশোধনের বিষয়টি লাভবান করবে ঋণগ্রহীতাদের। জানা গিয়েছে যে, PNB (Punjab National Bank) তাদের MCLR ১৫ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে। অপরদিকে, BoI ওভাইরনাইট মেয়াদ ব্যতীত সকল মেয়াদে ৫ থেকে ১৫ বেসিস পয়েন্ট হার কমিয়েছে।
উল্লেখ্য যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) got ৬ অগাস্ট, ২০২৫ তারিখে মনিটারি পলিসি কমিটির (MPC) সভায় রেপো রেট ৫.৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে, এই ২ টি ব্যাঙ্ক এবার ২০২৫ সালের সেপ্টেম্বরে তাদের ঋণের হার কমিয়েছে।
আরও পড়ুন: মার্কিন শুল্ক উত্তেজনার আবহে বড় সিদ্ধান্ত আম্বানি পরিবারের! স্থগিত করা হল…
MCLR হার কী: প্রসঙ্গত উল্লেখ্য যে MCLR হল একটি বেঞ্চমার্ক রেট যা ব্যাঙ্কগুলি হোম লোন থেকে শুরু করে পার্সোনাল লোন বা কার লোনের মতো ফ্লোটিং সুদের লোনের ওপর গ্রাহকদের কাছ থেকে কত সুদ নেওয়া হবে তা নির্ধারণ করতে ব্যবহার করে। যখন MCLR হ্রাস পায়, তখন লোনের EMIও কমে যায় এবং ঋণগ্রহীতার ওপর পরিশোধের বোঝা কমে যায়।
আরও পড়ুন: সামনে এল “অত্যন্ত কঠিন” ব্রঙ্কো টেস্টের ফলাফল! উত্তীর্ণ হলেন রোহিত শর্মা?
তবে, নতুন লোনের ক্ষেত্রে MCLR প্রযোজ্য নয়। নতুন ফ্লোটিং সুদের হারের ঋণগুলি EBLR (বহিরাগত বেঞ্চমার্ক ঋণের হার)-এর সঙ্গে যুক্ত। তবে, ব্যাঙ্কগুলি চাইলে তাদের পুরানো MCLR গ্রাহকদের EBLR-এ স্থানান্তর করার বিকল্পও উপলব্ধ রাখে।