PNB-র গ্রাহকেরা হয়ে যান সাবধান! এই কাজটি না করলেই বন্ধ হবে অ্যাকাউন্ট, সতর্কতা জারি করল ব্যাঙ্ক

Published on:

Published on:

Punjab National Bank customers have to do this.

বাংলা হান্ট ডেস্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) গ্রাহকদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। আপনারও যদি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, PNB তার গ্রাহকদের জন্য একটি সতর্কতা জারি করেছে। অ্যাকাউন্টের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে PNB গ্রাহকদের আগামী ৮ অগাস্টের মধ্যে KYC ডিটেলস আপডেট করতে বলেছে।

গ্রাহকদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে PNB (Punjab National Bank):

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসরণ করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) এই পদক্ষেপ নিয়েছে বলেও জানা গিয়েছে। এমতাবস্থায়, PNB-র গ্রাহকদের ৮ অগাস্টের আগে তাঁদের অ্যাকাউন্টের KYC ডিটেলস আপডেট করতে হবে। এদিকে, তাঁরা যদি নির্ধারিত সময়ের মধ্যে আপনার KYC ডিটেলস আপডেট না করেন, সেক্ষেত্রে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। তাই, PNB তার গ্রাহকদের উদ্দেশ্যে এই সতর্কতা জারি করেছে।

Punjab National Bank customers have to do this.

কোন গ্রাহকদের জন্য KYC ডিটেলস আপডেট করা প্রয়োজন: ইতিমধ্যেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) এক বিবৃতিতে জানিয়েছে, যেসব গ্রাহকদের গত ৩০ জুন, ২০২৫-এর মধ্যে KYC ডিটেলস আপডেট করতে হয় তাঁদের আগামী ৮ অগাস্টের মধ্যে তা করতে হবে। PNB-র বিবৃতি অনুসারে, “KYC সম্মতি প্রক্রিয়ার অংশ হিসেবে, PNB গ্রাহকদের পরিচয়ের প্রমাণ প্রদানের জন্য অনুরোধ করেছে। নিজেদের শাখায় ঠিকানার প্রমাণপত্র, সাম্প্রতিক ছবি, প্যান/ফর্ম ৬০, আয়ের প্রমাণপত্র, মোবাইল নম্বর (যদি না থাকে) অথবা অন্য কোনও KYC বিবরণ প্রদান করুন।”এদিকে, KYC আপডেট PNB ওয়ান/ইন্টারনেট ব্যাঙ্কিং সার্ভিসেসের (IBS) মাধ্যমে অথবা গ্রাহকরা নিজেদের শাখায় রেজিস্টার্ড ইমেল/পোস্টের মাধ্যমে ৮ অগাস্ট, ২০২৫-এর মধ্যে এটি করতে পারবেন।

আরও পড়ুন: বড় চমক Maruti Suzuki-র! লঞ্চ হতে চলেছে শক্তিশালী SUV, Vitara-র চেয়ে সস্তায় মিলবে দুর্ধর্ষ ফিচার্স

PNB-র পিরিয়ডিক KYC আপডেশন পলিসি: মার্কেট ক্যাপের দিক থেকে দেশের তৃতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক PNB এই বছরের জানুয়ারিতেও তার গ্রাহকদের তাঁদের KYC ডিটেলস আপডেট করতে বলেছিল। PNB-র পিরিয়ডিক KYC আপডেশন পলিসি অনুসারে, ব্যাঙ্ক KYC আপডেটের জন্য রিস্ক বেসড অ্যাপ্রোচ অনুসরণ করে।

আরও পড়ুন: “আমার মুখ খোলাবেন না…”, টালিগঞ্জের স্টুডিও পাড়ার কোন্দলে রাজ্যকে তুলোধনা বিচারপতি অমৃতা সিনহার

মূলত, অ্যাকাউন্ট খোলার তারিখ/শেষ KYC আপডেটের তারিখ থেকে হাই রিস্ক বিশিষ্ট গ্রাহকদের জন্য প্রতি ২ বছরে অন্তত একবার, মডারেট রিস্ক বিশিষ্ট গ্রাহকদের জন্য প্রতি ৮ বছরে একবার এবং লো রিস্ক বিশিষ্ট গ্রাহকদের জন্য প্রতি ১০ বছরে একবার পিরিয়ডিক আপডেশন করা প্রয়োজন।