আর নেই চিন্তা! গ্রাহকদের স্বস্তি দিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, জানুন এখনই

Published on:

Published on:

Punjab National Bank has taken this big step now.
Follow

বাংলা হান্ট ডেস্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) গ্রাহকদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। শুধু তাই নয়, আপনি যদি PNB-র একজন গ্রাহক হয়ে থাকেন এবং হোম লোন নেওয়ার কথা ভাবেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, সম্প্রতি RBI-এর রেপো রেট কমানোর পর, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, PNB সুদের হার কমানোর ঘোষণা করেছে। জানিয়ে রাখি যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের একদিন পরেই PNB জানিয়েছে যে, তারা তাদের রেপো-লিঙ্কড লেন্ডিং রেট (RLLR) কমিয়েছে।

PNB (Punjab National Bank)-র গ্রাহকদের জন্য সুখবর:

গত ৬ ডিসেম্বর, শনিবার স্টক এক্সচেঞ্জে দেওয়া এক বিবৃতিতে, PNB ঘোষণা করেছে যে তারা দ্রুত তাদের RLLR সংশোধন করছে। ব্যাঙ্ক জানিয়েছে যে, PNB RLLR ৮.৩৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১০ শতাংশ করেছে। যার মধ্যে ১০ বেসিস পয়েন্টের অতিরিক্ত চার্জ অন্তর্ভুক্ত রয়েছে। যেহেতু, RLLR গৃহঋণের সঙ্গেও যুক্ত, তাই অনুমান করা হচ্ছে যে গৃহঋণের EMI-ও কমতে পারে। তবে, PNB-র মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট (MCLR) এবং বেস রেট অপরিবর্তিত রয়েছে। গত শুক্রবার MPC বৈঠকের পর RBI রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণার জেরেই এই হার কমানো হয়েছে।

Punjab National Bank has taken this big step now.

প্রসঙ্গত উল্লেখ্য যে, RBI গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে ৬ সদস্যের মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতিক্রমে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.২৫ শতাংশে করার পক্ষে ভোট দিয়েছে এবং পরে আরও সুদের হার কমানোর সম্ভাবনা উন্মুক্ত রেখে নিউট্রাল ট্রান্স বজায় রেখেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারির পর এটি কেন্দ্রীয় ব্যাঙ্কের চতুর্থ রেট কাট। এর আগে, আগস্ট এবং অক্টোবরে MPC সভায় এই হার অপরিবর্তিত রাখা হয়েছিল।

আরও পড়ুন: সমস্ত জল্পনার অবসান! বিয়ে ভাঙল পলাশ-স্মৃতির! নেটমাধ্যমে কী জানালেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার?

PNB-র RLLR রেট কমানোর অর্থ কী: জানিয়ে রাখি যে, PNB-র RLLR রেটে ২৫ পয়েন্ট হ্রাসের অর্থ হল যেহেতু এটি RBI-র রেপো রেটের সঙ্গে যুক্ত, তাই আপনার হোম লোনের সুদের হারও কম হবে। এর অর্থ হল, আপনাকে আপনার হোম লোনের ওপর কম EMI দিতে হবে।

আরও পড়ুন: শুরু হয়ে গেল কাউন্টডাউন! জারি হল FIFA বিশ্বকাপ ২০২৬-এর সম্পূর্ণ শিডিউল, দেখুন তালিকা

জানিয়ে রাখি যে, RLLR রেট প্রতি ৩ মাস অন্তর সংশোধিত হয়। এর মানে হল যে, যদি আপনার EMI অক্টোবর মাসে শুরু হয়, তাহলে এই হার কমানোর প্রভাব জানুয়ারিতে দৃশ্যমান হবে। এদিকে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাঙ্কের মতো অন্যান্য ব্যাঙ্কগুলিও ইতিমধ্যেই এই হার কমিয়েছে।