বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে দেশের অন্যতম বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কোটি কোটি গ্রাহককে এই ব্যাংক পরিষেবা দিয়ে চলেছে বছরের পর বছর ধরে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনিও যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক হন তাহলে পড়ে ফেলুন এই প্রতিবেদন।
ব্যাংকে তরফ থেকে গ্রাহকদের একটি ছোট্ট কাজ সেরে ফেলতে বলা হয়েছে। যদি এই কাজটি তারা না করেন তাহলে অ্যাকাউন্ট সম্বন্ধিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। গ্রাহকদের আর্থিক লেনদেনের ক্ষেত্রেও সমস্যা হতে পারে। তাই ব্যাংকের তরফ থেকে এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ কাজটি ১৯ মার্চের মধ্যে করে ফেলতে বলা হয়েছে।
আরোও পড়ুন : ধামাকা! আগেই বেড়েছে ভাতা, এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের গ্রাহকদের কেওয়াইসি আপডেট করার নির্দেশিকা দিয়েছিল। প্রথমে কেওয়াইসি আপডেট করার শেষ সময়সীমা ছিল ২০২৩ সালের ৩১ ডিসেম্বর। যদিও বহু গ্রাহক এই সময়সীমার মধ্যে নিজেদের কেওয়াইসি তথ্য জমা দেননি।
আরোও পড়ুন : রমজান মাসে বোরখা ছাড়া বাসে মহিলা! বেপর্দা নারীর সাথে যা করল কন্ডাক্টর, ভাইরাল ভিডিও
তাই গ্রাহকদের স্বার্থের কথা ভেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেওয়াইসি আপডেট করার সময়সীমা বৃদ্ধি করে। অত্যন্ত কড়া ভাষায় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে গ্রাহকদের আগামী ১৯ মার্চ ২০২৪ এর মধ্যেই জমা দিতে হবে KYC। অর্থাৎ হাতে পাবেন আর ১ দিন।
কেওয়াইসি আপডেট করার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের যেকোনো নিকটবর্তী শাখার যেতে হবে। এছাড়াও ঘরে বসে সম্পন্ন করা যেতে পারে কেওয়াইসি আপডেট প্রক্রিয়া। PNB ওয়ান অ্যাপ কিংবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে KYC আপলোড করতে পারবেন গ্রাহকরা।