বাংলা হান্ট ডেস্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) গ্রাহকদের জন্য এবার বড় আপডেট সামনে এসেছে। এমতাবস্থায়, আপনিও যদি এই ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, ১ অক্টোবর, ২০২৫ থেকে এই ব্যাঙ্ক বিভিন্ন ধরণের সার্ভিস চার্জে পরিবর্তন আনছে। যার সবচেয়ে বড় প্রভাব পড়বে লকার ভাড়ার ওপর। যেটি বিভিন্ন শহর এবং লকারের আকার অনুসারে বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি, স্ট্যান্ডিং ইন্সট্রাকশন (SI) ফেল এবং নমিনেশনের মতো পরিষেবাগুলিতেও নতুন নিয়ম প্রযোজ্য হবে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হচ্ছে।
১ অক্টোবর থেকেই লাফিয়ে বাড়ছে PNB (Punjab National)-র একাধিক সার্ভিস চার্জ:
ব্যাঙ্ক লকারের চার্জ বাড়বে: PNB (Punjab National Bank) লকারের ভাড়া বাড়িয়েছে। যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এই নতুন ভাড়া পরবর্তী বার্ষিক রেন্টের ডিউ ডেট থেকে নেওয়া হবে। গ্রামীণ এলাকায় ৫ টি ক্যাটাগরির লকারের মধ্যে ৩ টির ভাড়া ব্যাঙ্ক বাড়ায়নি। তবে, সেমি-আর্বান বিভাগের ৫ টি লকারই ব্যয়বহুল হয়ে উঠলেও, আর্বান ও মেট্রো শহরে ৪ টি ক্যাটাগরির লকারের ভাড়া বেড়েছে।
ছোট লকার: গ্রামীণ এলাকায় ভাড়া ১,০০০ টাকা থাকবে। তবে সেমি-আর্বান শহরে এটি ১,২৫০ টাকা থেকে বেড়ে ১,৫০০ টাকা হবে। আর্বান ও মেট্রো শহরে ছোট লকারের ভাড়া আগের মতোই ২,০০০ টাকা থাকবে।
মাঝারি লকার: গ্রামীণ এলাকায় এর ভাড়া ২,২০০ টাকা থেকে বেড়ে ২,৫০০ টাকা হবে। সেমি-আর্বান শহরে এটি ২,৫০০ টাকা থেকে বেড়ে ৩,০০০ এবং আর্বান ও মেট্রোতে ৩,৫০০ টাকা থেকে বেড়ে ৪,০০০ টাকা হবেন
বড় লকার: গ্রামীণ এলাকায় বড় লকারের ভাড়া ২,৫০০ টাকা থেকে বেড়ে ৪,০০০ টাকা হবে। সেমি-আর্বান এলাকায় ৩,০০০ টাকা থেকে বেড়ে ৫,০০০ টাকা হবে। আর্বান এলাকায় এটি ৫,৫০০ টাকা থেকে বেড়ে ৬,৫০০ টাকা হবে এবং মেট্রো শহরে এটি হবে ৭,০০০ টাকা।
খুব বড় লকার (V Large): শুধুমাত্র গ্রামীণ এলাকায় এর ভাড়া (Punjab National Bank) ৬,০০০ টাকা থাকবে। সেমি-আর্বান এলাকায় এটি ৬,০০০ টাকা থেকে বেড়ে ৭,০০০ টাকা এবং আর্বান ও মেট্রো এলাকায়, এটি ৮,০০০ টাকা থেকে বেড়ে ৮,৫০০ এবং ৯,০০০ টাকা হবে।
অতিরিক্ত বড় (E Large) লকার: গ্রামীণ এলাকায় এর ভাড়া হবে ১০,০০০ হবে টাকা। তবে, সেমি-আর্বান, আর্বান এবং মেট্রো শহরগুলিতে, এটি আগের ১০,০০০ টাকা থেকে বেড়ে যথাক্রমে ১০,৫০০, ১১,০০০ এবং ১২,০০০ টাকা হবে।
আরও পড়ুন: হয়ে যান সাবধান! ঋণ পরিশোধ না করলেই এবার লক হবে ফোন, নতুন নিয়ম আনছে RBI
লকার ইস্যু করার জন্য এককালীন ফি: জানিয়ে রাখি যে, লকার (Punjab National Bank) কেনার সময়ে যে এককালীন রেজিস্ট্রেশন চার্জ ধার্য করা হত তাও পরিবর্তন করা হয়েছে। বর্তমানে, গ্রামীণ ও সেমি-আর্বান শাখাগুলিতে এই ফি ২০০ টাকা এবং শহর ও মেট্রো শাখাগুলিতে ৫০০ টাকা রয়েছে। নতুন নিয়ম অনুসারে, গ্রামীণ এবং সেমি-আর্বান শাখাগুলিতে সমস্ত লকারের জন্য এককালীন ফি ২০০ টাকা নেওয়া হবে। অপরদিকে, আর্বান ও মেট্রো শাখায় ছোট এবং মাঝারি লকারের জন্য ৫০০ টাকা এবং বড়, খুব বড় ও অতিরিক্ত বড় লকারের জন্য ১,০০০ টাকা নেওয়া হবে।
স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন (SI) ফেল হওয়ার চার্জ: বর্তমানে, ব্যাঙ্ক স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন ফেল করার জন্য প্রতি লেনদেনের ক্ষেত্রে ১০০ টাকা এবং ডাক চার্জ ধার্য করে। নতুন নিয়ম অনুসারে, প্রতি লেনদেনের পরিবর্তে প্রতি মাসে একটি নির্দিষ্ট চার্জ ধার্য করা হবে। অর্থাৎ, মাসে একটি SI ফেল হোক কিংবা ৩ টি, আপনাকে ১০০ টাকা+ GST চার্জ হিসেবে দিতে হবে। তবে, টার্ম লোন বা RD-র মতো ক্ষেত্রে, সর্বাধিক ৩ টি SI লেনদেন ফেল হওয়ার অনুমতি দেওয়া হবে।
আরও পড়ুন: ছিল না জুতো কেনার টাকাও! দারিদ্রকে জয় করে চাষাবাদের মাধ্যমে ৩.৫ কোটির ব্যবসা দাঁড় করালেন হৃষিকেশ
টপ পেমেন্ট ইন্সট্রাকশন: উল্লেখ্য যে, স্টপ পেমেন্টের চার্জেও আংশিক পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে, একটি চেকের জন্য স্টপ পেমেন্ট চার্জ ১০০ টাকা। যা ভবিষ্যতেও একই থাকবে। তবে, ৩ বা ততোধিক চেকের সিরিজের জন্য বর্তমান চার্জ ৩০০ টাকা। যা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। ৫ বা ততোধিক চেকের সিরিজের ওপর এই নতুন চার্জ আরোপ করা হবে।
নমিনেশন সার্ভিস: নমিনেশনের নিয়মেও কিছু পরিবর্তন (Punjab National Bank) আনা হয়েছে। প্রথমবার নমিনেশনের জন্য (ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনেশন) রিকোয়েস্ট এখনও বিনামূল্যে থাকবে। এরপর, নমিনির মৃত্যু ব্যতীত, প্রতিবার নমিনেশন পরিবর্তনের জন্য ১০০ টাকা ফি নেওয়া হবে। নমিনির মৃত্যুর ক্ষেত্রে, শাখায় ডেথ সার্টিফিকেট জমা দেওয়ার পরে ব্যাঙ্ক বিনামূল্যে রিকোয়েস্টটি সম্পন্ন করবে।