বাংলাহান্ট ডেস্ক : শুধুমাত্র 60 শতাংশ নম্বর পেতে হবে। তাহলেই পূরণ হতে পারে স্বপ্ন। ভারতের অন্যতম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবার নবম শ্রেণী থেকে মেধাবী পড়ুয়াদের পড়াশোনার দায়িত্ব নিচ্ছে। উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর পছন্দের কোর্স নিয়ে পড়াশোনা করলেও খরচ যোগাবে পিএনবি।
আরোও পড়ুন : কনফার্ম খবর! এবার এই জনপ্রিয় রুটেই চলবে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত, দেখুন ভাড়া কত
নবম শ্রেণীতে বার্ষিক 5000 টাকা, দশম শ্রেণীতে বার্ষিক 5000 টাকা, 11 শ্রেণীতে বার্ষিক 6250 টাকা, 12 শ্রেণীতে বার্ষিক 6250 টাকা, BE/BTech- এ বার্ষিক 40000 টাকা, আন্ডার গ্র্যাজুয়েটে বার্ষিক 30000 টাকা, স্নাতকোত্তর বার্ষিক 40000 টাকা, ME/MTech বার্ষিক 40000 টাকা, ITI (23-24) বার্ষিক 15000 টাকা, ডিপ্লোমা বার্ষিক 25000 টাকা করে কলারশিপ দেওয়া হবে।
আরোও পড়ুন : জঙ্গলে বসছে খুঁটি, মাপজোক চলছে বন দপ্তরের! মাথায় হাত সোনাঝুরি হাটের ১৭০০ ব্যবসায়ীর
লোনের মাধ্যমে নয়, এই অর্থ প্রদান করা হবে স্কলারশিপের অংশ হিসেবে। আবেদনকারীকে সেক্ষেত্রে অবশ্যই 60 শতাংশ নম্বর পেতেই হবে পরীক্ষায়। পাশাপাশি পরিবারের বার্ষিক আয় হতে হবে 3 লক্ষ টাকার কম। এখন প্রশ্ন হল কীভাবে আবেদন করবেন দেখে নিন।
আবেদন জানানোর পদ্ধতি : প্রথমে ভিজিট করতে হবে PNB হাউজিং ফাইন্যান্স ওয়েবসাইটে। হোমস্ক্রিনে দেখতে পাবেন স্কলারশিপের তালিকা। সেখানে আবেদন অপশনে ক্লিক করে রেজিস্টার নাও অপশনে ক্লিক করতে হবে।
তারপর বিস্তারিত তথ্য দিয়ে রেজিস্টার করতে হবে। এরপর লগইন করে পূরণ করতে হবে স্কলারশিপের আবেদন পত্র। সবশেষে ক্লিক করতে হবে সাবমিট বাটনে।
আবেদনপত্র জমা পড়লে সংস্থার পক্ষ থেকে যাচাই করা হবে। এরপর পড়ুয়াকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হতে পারে। সবদিক খতিয়ে দেখে স্কলারশিপের টাকা মঞ্জুর করবে পিএনবি।