বাংলা হান্ট ডেস্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) গ্রাহকদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এমতাবস্থায়, আপনিও যদি PNB-র একজন গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, দীপাবলির আগে, PNB লকার ভাড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে গ্রাহকদের স্বস্তি দিয়েছে। ব্যাঙ্ক কর্তৃক জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে, নতুন হারগুলি আগামী ১৬ অক্টোবর, ২০২৫ তারিখে ঘোষণা করা হয়। যেটি ৩০ দিন পরে কার্যকর হবে। এর অর্থ হল নভেম্বরের মাঝামাঝি থেকে, PNB-র গ্রাহকদের তাঁদের ব্যাঙ্ক লকারের জন্য আগের তুলনায় কম চার্জ দিতে হবে।
গ্রাহকদের স্বস্তি দিল PNB (Punjab National Bank):
বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে লকারের ভাড়া কমানো হয়েছে: জানিয়ে রাখি যে, গ্রামীণ এলাকা থেকে শুরু করে মফস্বল এবং শহরাঞ্চলে লকার ভাড়া কমিয়েছে PNB (Punjab National Bank)। গ্রামীণ এলাকায়, ছোট লকারের ভাড়া ১,০০০ টাকা থেকে কমিয়ে ৭৫০ টাকা করা হয়েছে। এদিকে, মাঝারি মানের লকার এখন ২,৫০০ টাকার পরিবর্তে ১,৯০০ টাকায় পাওয়া যাবে। মফস্বল এলাকায়, ছোট লকারের ভাড়া ১,৫০০ টাকা থেকে কমিয়ে ১,১৫০ টাকা এবং মাঝারি লকারের ভাড়া ৩,০০০ টাকা থেকে কমিয়ে ২,২৫০ টাকা করা হয়েছে। একইসঙ্গে, শহর ও মেট্রো শহরে ছোট লকারের ভাড়া ২,০০০ টাকা থেকে কমিয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। যেখানে মাঝারি লকারের ভাড়া ৪,০০০ টাকা থেকে কমিয়ে ৩,০০০ টাকা করা হয়েছে।
বছরে ১২ বার ফ্রি ভিজিট: ব্যাঙ্ক (Punjab National Bank) ঘোষণা করেছে যে গ্রাহকরা প্রতি অর্থবর্ষে ১২ বার বিনামূল্যে লকার ভিজিট পাবেন। এর অর্থ হল গ্রাহকেরা কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই তাঁদের লকার সর্বোচ্চ ১২ বার খুলতে পারবেন। যদি, বছরে ১২ বারের বেশি লকার ব্যবহার করা হয়, সেক্ষেত্রে প্রতিটি এক্সট্রা ভিজিটের জন্য ১০০ টাকা চার্জ প্রযোজ্য হবে। নতুন শর্ত অনুসারে, প্রতিটি নতুন লকার ইস্যু করার সময় গ্রাহকদের কাছ থেকে লিখিত সম্মতি নেওয়া হবে – “আমি/আমরা একটি অর্থবর্ষে ১২ বার ভিজিটের পরে প্রতিটি অতিরিক্ত ভিজিটের জন্য ১০০ টাকা ফি দিতে সম্মত।”
আরও পড়ুন: আর নেই চিন্তা! নতুন ফাস্ট ডেলিভারি সার্ভিস শুরু করছে পোস্ট অফিস, মাত্র কয়েক ঘণ্টায় পৌঁছবে পার্সেল
ব্যাঙ্ক লকার কখন খোলা হবে: এদিকে, PNB (Punjab National Bank) আরও স্পষ্ট করে জানিয়েছে যে, ব্যাঙ্ক নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে লকার ভাঙার অধিকার সংরক্ষণ করে, যেমন:
১. যখন কোনও গ্রাহক চাবি হারিয়ে ফেলেন এবং লকার খোলার অনুরোধ করেন।
২. যখন কোনও সরকার বা প্রয়োগকারী সংস্থা আদালতের আদেশে লকার খুলতে বলে।
৩. যখন গ্রাহক নিয়ম মেনে চলতে ব্যর্থ হন বা ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ না করেন।
আরও পড়ুন: আসছে ক্রিকেটের নতুন ফরম্যাট! কবে থেকে শুরু হচ্ছে Test Twenty? মিলল আপডেট
জানিয়ে রাখি যে, লকার ভাঙার আগে, ব্যাঙ্ক (Punjab National Bank) সংশ্লিষ্ট গ্রাহককে ৩ টি মাধ্যমে নোটিশ পাঠাবে। একটি চিঠি, একটি ইমেল এবং একটি SMS। যদি যোগাযোগ করা সম্ভব না হয়, তারপর সংবাদপত্রে একটি পাবলিক নোটিশ প্রকাশ করা হবে। যেখানে গ্রাহককে ১৫ দিন সময় দেওয়া হবে।