আর নয় অপেক্ষা! দীপাবলির পরেই গ্রাহকদের জন্য এই বড় পরিষেবা শুরু করবে PNB, মিলল আপডেট

Published on:

Published on:

Punjab National Bank will start this big service for customers.

বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে পাল্লা দিয়ে এখন ক্রেডিট কার্ড বর্তমান জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এর সাহায্যে কেনাকাটা থেকে শুরু করে টিকিট বুকিং, হোটেল বুকিং এমনকি খাবারের অর্ডারও সহজেই করা যায়। ভারতেও ক্রেডিট কার্ডের ওপর নির্ভরতা দিন দিন বাড়ছে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) আগামী নভেম্বর থেকে তার ক্রেডিট কার্ড ব্যবসা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। শুধু তাই নয়, ওই ব্যাঙ্ক আশা প্রকাশ করেছে যে, নভেম্বরের মধ্যে তাদের নতুন আইটি পরিকাঠামো প্রস্তুত হয়ে যাবে। ইতিমধ্যেই ব্যাঙ্কের এমডি অশোক চন্দ্র বলেন, বর্তমানে এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বাজারে খুব বেশি দেখা যাচ্ছে না। যদিও এর বৈশিষ্ট্যগুলি অন্য যেকোনও কার্ডের সমান।

দীপাবলির পরেই PNB (Punjab National Bank)-র ক্রেডিট কার্ড ব্যবসা পাবে গতি:

PTI-এর সঙ্গে কথা বলার সময়ে তিনি বলেন যে, PNB (Punjab National Bank) ক্রেডিট কার্ড বিভাগকে শক্তিশালী করেছে। এর জন্য একজন জেনারেল ম্যানেজারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি, ডিজিটাল পরিকাঠামোও আপগ্রেড করা হচ্ছে। তিনিবলেন, “নতুন আইটি পরিকাঠামো আগামী ৩ মাসের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। আমি নিশ্চিত যে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে PNB-র ক্রেডিট কার্ড ব্যবসা সম্পূর্ণরূপে সক্রিয় হয়ে উঠবে।”

Punjab National Bank will start this big service for customers.

ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা উন্নত করা হবে: বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত সংবাদ অনুসারে, অশোক চন্দ্র জানিয়েছেন যে, PNB (Punjab National Bank) ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিং পরিষেবাও উন্নত করছে। রিটেল এবং কারেন্ট অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য PNB One মোবাইল অ্যাপটি নতুন ফিচার্স সহ আপডেট করা হবে। তিনি বলেন, “আমাদের মোবাইল অ্যাপটি ইতিমধ্যেই উন্নত হয়েছে। তবে এখন আমরা এতে কিছু নতুন AI মডেল যুক্ত করছি। নতুন অ্যাপটি আগামী সেপ্টেম্বরের শেষের দিকে লঞ্চ হবে। এই নতুন অ্যাপটি গ্রাহকদের জন্য আরও সহজ এবং সুবিধাজনক হবে।” এর পাশাপাশি, তিনি বলেন যে, ব্যাঙ্কের বিজনেস মোবাইল অ্যাপটিও একটি নতুন ভার্সনে উপলব্ধ হবে। তাঁর মতে, ডিজিটাল সংস্কারের লক্ষ্য হল সর্বদা প্রক্রিয়াটি উন্নত করা এবং গ্রাহক অভিজ্ঞতা বৃদ্ধি করা।

আরও পড়ুন: আগেভাগেই সতর্ক করেছিল ভারত! ভয়াবহ বন্যায় হাবুডুবু খাচ্ছে পাকিস্তান, ক্রমশ বাড়ছে সঙ্কট

ক্রেডিট কার্ড কী: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ক্রেডিট কার্ড হল একটি প্লাস্টিক কার্ড। যা ঠিক একটি ডেবিট কার্ডের (ATM কার্ড) মতো। ডেবিট কার্ডের মাধ্যমে আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারি। অন্যদিকে, ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা ব্যাঙ্ক বা NBFC থেকে ঋণ নিয়ে কেনাকাটা করতে পারি। প্রতি মাসে আমরা ক্রেডিট কার্ডের খরচের জন্য একটি বিল পাই। যা একটি নির্দিষ্ট তারিখের মধ্যে পরিশোধ করতে হয়। যদি পরিশোধ না করা হয়, সেক্ষেত্রে অবশিষ্ট পরিমাণের উপর সুদ দিতে হয়।

আরও পড়ুন: ফের নির্বাসনের “হুমকি”! ভারতের ফুটবল ফেডারেশনকে সতর্ক করে চিঠি ফিফার, দেওয়া হল ডেডলাইন

ক্রেডিট কার্ডের অতিরিক্ত ব্যবহার আর্থিক বোঝা বাড়াতে পারে: প্রসঙ্গত উল্লেখ্য যে, ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য একটি ভালো লিমিট দেওয়া হয়। বলা হয় যে, লিমিটের মাত্র ৩০ শতাংশ ব্যবহার করা উচিত। কারণ টাকা সরাসরি আমাদের অ্যাকাউন্ট থেকে যাচ্ছে না। এই কারণেই ওই লিমিটের ৩০ শতাংশের বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করলে পরে তা পরিশোধ করা কঠিন হয়ে পড়ে। তারপর যদি আপনি পুরো টাকা পরিশোধ না করেন, সেক্ষেত্রে আপনাকে বাকি টাকার ওপর জরিমানা দিতে হবে। এইভাবে আর্থিক বোঝা বাড়তে থাকবে।