মাহি মারলেও হারতে হলো CSK-কে! IPL-এ ইতিহাস সৃষ্টি করে জয় পাঞ্জাব কিংসের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচের শেষ বলে নাটকীয় মুহূর্ত। ডেভন কনওয়ে, মহেন্দ্র সিংহ ধোনির অসাধারণ ব্যাটিংয়ের পর পাথরিনার দুর্দান্ত বোলিংও জয় এনে দিতে পারলো না চেন্নাই সুপার কিংসকে। রান তাড়া করতে নেমে শেষ ওভারে মাথা ঠান্ডা রেখে পাঞ্জাব কিংসকে জয় এনে দিলেন জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা। আইপিএলে এই প্রথম ২০০-র বেশি কোনও রান সফলভাবে চেজ করল এমন একটা দল যাদের একজন ও ৫০ রানের গণ্ডি অতিক্রম করেনি।

আজ টস জিতে ঘরের মাঠে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিংহ ধোনি। তার রণনীতিকে মান্যতা দিয়ে অসাধারণ ব্যাটিং করে ওপেনিংয়ে ৮৬ রানের পার্টনারশিপ করেছিলেন রুতুরাজ গায়কোয়াড এবং ডেভন কনওয়ে। এরপর রুতুরাজ আউট হয়ে গেলেও দুর্দান্ত গতিতে রান তুলতে থাকেন কনওয়ে।

তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন শিবম দুবে। কিন্তু আজ ১৭ বলে ২৮ রান করে আর নিজের ইনিংসকে বড় করতে পারেননি তিনি। মঈন আলী এবং রবীন্দ্র জাদেজা আজ বিশেষ কোনও সাহায্য করতে পারেননি কনওয়ে। কিন্তু শেষ দিকে নেমে মহেন্দ্র সিংহ ধোনি খেলা বদলা দেন। ৪ বলে ১৩ রান করেন মাহি। ইনিংসের শেষ দুই বলে মাঠের দুই প্রান্তে মারেন দুই বিশাল ছক্কা। কনওয়ে আজ নিজের শতরান সম্পূর্ণ করতে পারেননি কিন্তু ৯২ রানের একটি অত্যন্ত উপযোগী ইনিংস খেলেছেন।

এরপর রান তাড়া করতে নেমে অদ্ভুতভাবে এগোতে থাকে পাঞ্জাব কিংসের ইনিংস। তারা যখনই একটি দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ম্যাচের সুবিধা জনক জায়গায় পৌঁছে যাচ্ছিলেন তখনই তারা একটি করে উইকেট হারাচ্ছিলেন। শিখর ধাওয়ান, প্রভসিমরন, লিয়াম লিভিংস্টোন, স্যাম ক্যারান প্রত্যেকেই আজকে সেট হয়েছেন কিন্তু বড় স্কোর করতে পারেননি।

শেষ ২ ওভারে জয়ের জন্য পাঞ্জাবের প্রয়োজন ছিল ২২ রান। জিতেশ শর্মা প্রায় ম্যাচ জিতিয়ে দিয়েছেন এমন অবস্থা থেকে থার্ড আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন এবং চেন্নাই ফের ম্যাচে প্রবল ভাবে ফিরে এসে কারণ শেষ ওভারটি ছিল শ্রীলঙ্কার নতুন মালিঙ্গা বলে পরিচিত, তরুণ ক্রিকেটার মাথিসা পাথিরানার হাতে। অসাধারণ বোলিং করেছিলেন তিনি কিন্তু তার হাতে ছিল মাত্র নয় রান। তাই স্নায়ুর চাপ সামনে ১৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে পাঞ্জাবকে জয় উপহার দেন। তুষার দেশপান্ডে ৩ উইকেট পেলেও প্রচুর রান খরচ করেছেন এবং অনেকেই হারের জন্য তার এলোমেলো বোলিংকে দায়ী করছেন। এই নিয়ে নিজেদের ঘরের মাঠে পরপর দুই ম্যাচ হেরে বেশ কিছুটা চাপে পড়ে গিয়েছে চেন্নাই। অপরদিকে দুর্দান্তভাবে ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে চেন্নাইয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ধাওয়ানের পাঞ্জাব।


Reetabrata Deb

সম্পর্কিত খবর