সারদা-রাসমণি অতীত, এবার মা দুর্গার সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা! জেলাশাসকের বক্তব্যে শোরগোল রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ অতীতে একাধিক মনীষীর সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা করেছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। কখনও তাঁকে মা সারদার পুনর্জন্ম বলে দাবি করেছেন নির্মল মাঝি। কখনও আবার রানী রাসমণির সঙ্গে তাঁর তুলনা করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক বিশ্বজিৎ দাস। তবে এবার দলের নেতা-মন্ত্রী নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্তুতি শোনা গেল জেলাশাসকের গলায়। যা নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক।

শুক্রবার বর্ধমানের স্পন্দন মাঠে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক (District Magistrate) বিধান চন্দ্র রায় (Bidhan Chandra Ray)। জেলা সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন করতে এসেছিলেন তিনি। সেখানেই বক্তব্য রাখার সময় মা দুর্গার (Maa Durga) সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা করেন তিনি। জেলাশাসকের মুখে মমতার স্তুতির পর রীতিমতো হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

সৃষ্টিশ্রী মেলায় স্বনির্ভর গোষ্ঠী সম্বন্ধে কথা বলতে গিয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসক বলেন, ‘নারী এবং পুরুষ, উভয়েই যদি শক্তিশালী না হয় তাহলে আর্থিক কিংবা সামাজিকভাবে সমাজ শক্তিশালী হতে পারে না। আমি একটা উদাহরণ দেব, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা। তিনি মা দুর্গার মতো…আমি আপনাদের বলব, মাননীয়া মুখ্যমন্ত্রী যদি মা দুর্গার মতো কার্যক্রম গ্রহণ করতে পারেন, তাহলে আপনারা কেন পারবেন না?’

এখানেই না থেমে জেলাশাসক বিধান চন্দ্র রায় বলেন, আপনাদের সামনে একটা জ্বলন্ত উদাহরণ রয়েছে। সেই উদাহরণকে সামনে রেখে এগিয়ে যাওয়ার অনুরোধ করেন তিনি। তৃণমূলের কোনও নেতা-মন্ত্রী নয়, খোদ জেলাশাসকের মুখে মুখ্যমন্ত্রী-বন্দনা শোনার পর বিজেপির অভিযোগ, ‘জেলায় প্রশাসনিক দায়িত্বে থাকা আধিকারিকেরা এখন তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলছেন। একজন সরকারি কর্মচারী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গার সঙ্গে তুলনা করছেন জেলাশাসক। এই মন্তব্যে জেলাশাসক হিসেবে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে’।

mamata banerjee purba bardhaman dm bidhan chandra ray

আরও পড়ুনঃ ‘দেখতে খারাপ…’! সায়নীর সভার আগেই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন তৃণমূল নেতা

লোকসভা ভোট আসন্ন, তাই নিরপেক্ষতার কথা মাথায় রেখে পূর্ব বর্ধমানের জেলাশাসক বদলের দাবিও জানিয়েছে বিজেপি। অন্যদিকে যার বক্তব্য ঘিরে এত হইচই, সেই বিধান চন্দ্র রায়ের দাবি, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎসাহ প্রদানের জন্যই একথা বলেছেন। নারী শক্তির জাগরণের জন্যই এই উদাহরণ টেনেছিলেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর