লাইনে দাঁড়িয়েই এবার জগন্নাথ দর্শনের সুযোগ, ভক্তদের জন্য বড় বদল পুরীর মন্দিরে!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দর্শনার্থীদের সুবিধার জন্য এবার বড় উদ্যোগ নেওয়া হতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple)। পুরীর মন্দিরের ভেতরে ঢুকে প্রভু জগন্নাথদেবকে দেখতে না পাওয়া নিয়ে ক্ষোভ, আক্ষেপ প্রকাশ করেছিলেন অনেকেই। এবার তাই ভক্তদের কথা মাথায় রেখেই বিশেষ উদ্যোগ নেওয়া হতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple)।

ভক্তদের জন্য বড় সিদ্ধান্ত পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple)

জানা যাচ্ছে, মন্দিরের ভেতরে জগন্নাথদেবকে দর্শন করতে যাতে কোনোরকম সমস্যা না হয় তার জন্য এবার বিশেষ উদ্যোগ নিতে পারেন চলেছেন পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple) কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, মন্দিরের ভেতরে আর জগন্নাথদেবকে দেখার জন্য সমস্যায় পড়তে হবে না। লাইনে দাঁড়িয়েই বিগ্রহ দর্শন করা যাবে।

Puri Jagannath Temple to take big step for devotees

কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে: জানা যাচ্ছে, পুরীর মন্দিরের (Puri Jagannath Temple) নাটমন্দিরের ভেতরে ৬ লেনের ব়্যাম্প তৈরি করা হবে। বর্তমানে মন্দিরে প্রবেশ করার জন্য ব্যারিকেড দেওয়া হয়েছে। লাইন দিয়ে ভক্তদের প্রবেশ করতে হয় মন্দিরে। কিন্তু ভেতরে ঢুকে নাটমন্দিরে লাইনের ব্যবস্থা না থাকায় জগন্নাথদেবকে (Puri Jagannath Temple) দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। তার মধ্যে অনেকেই জগন্নাথদেবকে দর্শন করার সুযোগ হারান।

আরও পড়ুন : গাদাগাদি ভিড় এবার অতীত, চাকা গড়াল বনগাঁ রুটে প্রথম এসি লোকালের, বিশদে জানুন টাইমটেবিল থেকে ভাড়া

তৈরি হয়েছে কমিটি: এই সমস্যা মেটাতে বুধবার বৈঠকে বসেছিল শ্রীজগন্নাথ মন্দির ম্যানেজিং কমিটি। মন্দিরের মুখ্য প্রশাসক জানিয়েছেন, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ‘দধি দর্শন’ এর জন্য নাটমন্দিরেও (Puri Jagannath Temple) তৈরি করা হবে বিশেষ ব়্যাম্প। লাইন দিয়েই দর্শন করতে হবে জগন্নাথদেবকে। জানা যাচ্ছে, পুরীর জেলাশাসকের নেতৃত্বে গঠন করা হয়েছে একটি কমিটি।

আরও পড়ুন : বাতিল একাধিক ভাতা, অষ্টম পে কমিশনে কর্মীদের বেতনে বড় পরিবর্তনের আশঙ্কা! কী বদল আসছে?

সেবাইত সহ অন্যান্যদের সঙ্গে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। পরীক্ষামূলক ভাবেই আপাতত এই পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বয়স্ক, মহিলা সহ বিশেষ ভাবে সক্ষমদের জন্য আলাদা ভাবে ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।