পুরীর মন্দিরের রহস্যময় দৃশ্য ঘিরে আতঙ্ক! নতুন বছরের মুখে কীসের অশনি সঙ্কেত? ভিডিও ভাইরাল

Published on:

Published on:

Puri Jagannath Temple what a shocking incident the viral video has caused panic on the internet
Follow

বাংলা হান্ট ডেস্ক: পুরীর মন্দিরের  (Puri Jagannath Temple) সঙ্গে জুড়ে আছে অবন্তিক মানুষের বিশ্বাস। সেই বিশ্বাসের উপর ভক্তি করে সারা দেশের মানুষ এখানে আসেন। তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের। তবে কি কোন বড় বিপদ আসতে চলেছে! এই নিয়ে নানান প্রশ্ন উঠছে সমাজ মাধ্যমে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে ভয়ঙ্কর কিছু। যা সহজে কেউ মেনে নিতে পারছেন না। [যদিও ভাইরাল হওয়ার ভিডিও সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।]

পুরীর মন্দিরে এ কী কাণ্ড! ভাইরাল ভিডিও দেখে আতঙ্ক নেটদুনিয়ায় (Puri Jagannath Temple)

শুক্রবার পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) চূড়ার ওপরে একটি ঈগলের চক্কর কাটতে দেখা যায়। আর সে ঈগলের চক্কর কাটার ভিডিওটি ভাইরাল হয় সমাজ মাধ্যমে। স্থানীয়রা এটিকে কোন অশুভ ভবিষ্যৎবাণী বলে মনে করছেন। পাশাপাশি কেউ কেউ এটাকে ঈশ্বরের পাঠানো সংকেত বলেও মনে করছেন।

 

View this post on Instagram

 

A post shared by OHTV News (@ohtv.news)

আবার কেউ কেউ এটাকে সতর্কীকরণ বলে মনে করছেন। তবে মন্দিরের কর্মকর্তারা বলছেন এটি কেবল একটি প্রাকৃতিক ঘটনা। এর সঙ্গে কোন কিছুর আশঙ্কা নেই। য় তবে মনের মধ্যে অসম্ভব লক্ষণের প্রশ্ন সকলের ভেতরেই ঘুরছে। সম্প্রতি জগনাথ মন্দিরও উপর দিয়ে গোলপাতি উড়ে যাওয়ার ভিডিওটি নিয়ে নানান রকমের আলোচনা হয়েছে। ভাইরাল হওয়ার ভিডিওতে দেখা গিয়েছে অনেক পাখির নীল চক্রের ওপর দিয়ে উড়ে যাচ্ছে ঈগল পাখিটি।

Puri Jagannath Temple what a shocking incident the viral video has caused panic on the internet

আরও পড়ুন: এক প্লেটে দুই রাজ্যের স্বাদ; বাঙালি মাটন কষায় বিহারি টুইস্ট, রইল রেসিপি

এই বিষয়ে ভবিষ্যৎ মালাইকা গ্রন্থ অনুযায়ী , মন্দিরের পতাকার খুঁটিতে ঈগলের মত পাখির বারবার উপস্থিতি প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধের মতন বড় সংকেতের ইঙ্গিত দিতে পারে।

এটা অস্বাভাবিক শুনতে লাগলেও, এই ভবিষ্যৎ মালাইকা একটি গ্রন্থ। লোকমুখও প্রচলিত, ১৪০০ শতকে ভগবান জগন্নাথের নির্দেশনায় পাঁচ জন উড়িষ্যার সন্ত একটি লেখেন। মূলত তালপাতার ওপরেই লেখা হয় এই ভবিষ্যৎ মালাইকা (Puri Jagannath Temple)।