বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) সংকটের মধ্যে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল পুরীর (Puri) জগন্নাথ মন্দির (Shri Jagannath Temple)। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের কেয়ার ফান্ডে দান করল ১.৫১ কোটি টাকা। এর পাশাপাশি ওড়িশার মুখ্যমন্ত্রী কেয়ার ফান্ডে ৬২ টি মন্দির মিলে অনুদান দিয়েছে ১.৩৭ কোটি টাকা।
ওড়িশার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদানের আহ্বান জানান
গত ২৩ শে মার্চ, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Naveen Patnaik) করোনার মহামারীর মোকাবিলা করার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে মুক্ত হস্তে দান করার আহ্বান জানান সকলকে। এই ত্রাণ তহবিলে রাজ্যের বিভিন্ন মানুষ এবং বিভিন্ন সংগঠন তাঁদের যথাসাধ্য অর্থ দিয়ে সাহায্য করতে থাকে।
পুরীর জগন্নাথ মন্দির দিল ১.৫১ কোটি টাকা
কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি করোনার সঙ্কটের মুখোমুখি হয়ে জনগণ তাঁদের সামর্থ অনুযায়ী দান করে চলেছে। তাই এবার রাজ্যের মানুষের রক্ষার্থে পুরী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া হল মোটা অঙ্কের অনুদান। ওড়িশা মুখ্যমন্ত্রীর কেয়ার ফাণ্ডে অনুদান দিল ১.৫১ কোটি টাকা।
জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে ওড়িশার মুখ্য সচিবকে এক পত্র লেখা হয়। সেই পত্র মারফত মন্দির কর্তৃপক্ষ জানান, শ্রী জগন্নাথ মন্দির, পুরীর পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুসারে মন্দির প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে করোনার সঙ্কটের পরিস্থিতিতে রুখে দাঁড়াতে ১.৫১ কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে।
অন্যান্য মন্দিরের দান
ওড়িশার মোট ৬২ টি মন্দির এখনও অবধি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট ১.৩৭ কোটি টাকা অনুদান দিয়েছে। রায়গড়ায় মাঝি গহরানী মন্দির, সত্যবাদীর গোপীনাথ দেব মন্দির এবং ঘাটগাঁওয়ের তারিনী মন্দিরের পক্ষ থেকে ২০ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এছাড়াও জগৎসিংহপুরের গোরক্ষনাথ মন্দির মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছে ১০ লক্ষা অর্থ এবং কাকতপুরের মা মঙ্গলালা মন্দিরও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা দান করেছে।