কম খরচে অফবিট ট্রিপ! এবারের শীতে অযোধ্যা থেকে আধঘণ্টায় কুহুবুরু ভ্রমণ প্ল্যান করুন

Published on:

Published on:

Purulia enjoy the winter atmosphere with a weekend trip to Kuhuburu
Follow

বাংলা হান্ট ডেস্ক: ডিসেম্বর মাস পড়তে না পড়তে সকলেই কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে ফেলেন। তবে ঘুরতে যাওয়ার কথা বললে সবার আগে মাথায় আসে সমুদ্র অথবা পাহাড়ের কথা। কিন্তু সময়ের অভাবে সমুদ্র অথবা পাহাড়ে যাওয়া যায় না। তবে দু দিনের ছুটি নিয়ে অথবা সপ্তাহের শেষে পরিবারকে নিয়ে আপনি ঘুরতে যেতে পারেন পুরুলিয়া (Purulia)। কারণ এখানে গেলে আপনি একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ প্রাণভরে উপভোগ করতে পারবেন। অপরদিকে দুদিনের ছুটি কাটিয়ে আসতেও পারবেন। আজকের প্রতিবেদনে রইল পুরুলিয়ার সেই রকমই এমন একটি অচেনা গ্রামের কথা, যেখান গেলে আপনার মন ভালো হবেই।

শীতের আমেজে উইকেন্ড ট্রিপে যান কুহুবুরু (Purulia)

শহরের জীবন থেকে মুক্তি পেতে হলে এবারের শীতে ঘুরে আসতে পারেন পুরুলিয়া (Purulia)। এখানে গেলে পরে যেমন দেখতে পাবেন মানুষের সাদামাটা জীবন। তেমনি প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। পাশাপাশি এখানে ঘুরতে গেলে যেতে পারেন কুহুবুরু। যদিও পর্যটক মহলে এই জায়গার পরিচয় খুব বেশি পাইনি। তবে উইকেন্ড কাটাতে এখানে অনায়াসে আসতে পারেন।

Purulia enjoy the winter atmosphere with a weekend trip to Kuhuburu

আরও পড়ুন: বর্ধমানে CID অভিযান! জাল লটারি মামলায় গ্রেফতার আরও এক অভিযুক্ত

এখানে আসলে শহুরে জীবনে থেকে একেবারে বিচ্ছিন্ন হবেন। পাশাপাশি গোটা অঞ্চলটা ঘেরা ছোট বড় পাহাড়ে। আপনি এখানে আসলে যে দিকে তাকাবেন সেই দিকেই পাহাড় দেখতে পাবেন। পাশাপাশি এখানে আপনি কুহুবুরুর ক্যাম্প। তাছাড়া এখানে গেলে আপনি গ্রামের পরিবেশ ও সাদামাটা জীবন উপভোগ করতে পারবেন।

এখানে গেলে আপনি ট্রেক করতে পারবেন। পাশাপাশি এখানে আসলে ঘুরে দেখতে পারবেন ছোট শিব মন্দির। তাছাড়া এইখানে ভোরের সকাল আপনাকে এক মনোরম দৃশ্য দেখাবে। পাশাপাশি আপনি যদি ভোরবেলায় রওনা দেন তাহলে দুপুরের মধ্যেই এখানে পৌঁছিয়ে যাবেন। তাছাড়া শীতকালে পিকনিক করতে হলে এই জায়গাটি একেবারে উপযুক্ত জায়গা।

কীভাবে যাবেন,কোথায় থাকবেন?

কুহুবুরুর নিকটবর্তী স্টেশন হল পুরুলিয়া (Purulia)। এর দূরত্ব বাহান্ন কিলোমিটার এর মতন। অযোধ্যা থেকে গেলে ৩০ মিনিটে রাস্তা কথা আপনি পৌঁছিয়ে যাবেন। পাশাপাশি এখানে থাকার জন্য হাতে গোনা, দু তিন খানা হোমস্টে ও কটেজ রয়েছে। তাই এখানে ঘুরতে আসার আগে আগের থেকে বুকিং করে আসা ভাল।