শীত বাড়তেই ভিড় কুহুবুরুতে, অযোধ্যা থেকে মাত্র ৩০ মিনিটের পথেই মনোরম স্পট

Published on:

Published on:

Purulia Kuhuburu is becoming incredibly popular located a short distance from Ayodhya
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতের ছুটিতে সবাই কমবেশি কোথাও না কোথাও ঘুরতে যায়। তবে ঘুরতে যাওয়ার কথা বললেই সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। কিন্তু উত্তরবঙ্গে এখন প্রচুর পরিমাণে ভিড় থাকে। তবে দু’দিনের ছুটিতে ঘুরতে যেতে হলে আপনি যেতে পারেন পুরুলিয়ায় (Purulia)। এখানে গেলে আপনি প্রাকৃতিক পরিবেশ মন ভরে উপভোগ করতে পারবেন। তাই দু’দিনের ছুটিতে ঘুরে আসুন কুহুবুরু।

শীতের ভ্রমণে কুহুবুরু হয়ে উঠছে দারুণ জনপ্রিয়, অযোধ্যা থেকে কিছুটা দূরত্বে (Purulia)

শহরের জীবন থেকে মুক্তি পেতে হলে এবারের শীতে ঘুরে আসতে পারেন পুরুলিয়া (Purulia)। এখানে গেলে পরে যেমন দেখতে পাবেন মানুষের সাদামাটা জীবন। তেমনি প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। পাশাপাশি এখানে ঘুরতে গেলে যেতে পারেন কুহুবুরু। যদিও পর্যটক মহলে এই জায়গার পরিচয় খুব বেশি পাইনি। তবে উইকেন্ড কাটাতে এখানে অনায়াসে আসতে পারেন।

Purulia Kuhuburu is becoming incredibly popular located a short distance from Ayodhya

আরও পড়ুন: পোস্তর ঘ্রাণে রসালো মাটন, দুপুরের ভোজে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি

এছাড়াও শহুরে জীবনে থেকে একেবারে বিচ্ছিন্ন কুহুবুরু। পাশাপাশি গোটা অঞ্চলটা ঘেরা ছোট বড় পাহাড়ে। আপনি এখানে আসলে যে দিকে তাকাবেন সেই দিকেই পাহাড় দেখতে পাবেন। পাশাপাশি এখানে আপনি কুহুবুরুর ক্যাম্প। তাছাড়া এখানে গেলে আপনি গ্রামের পরিবেশ ও সাদামাটা জীবন উপভোগ করতে পারবেন।

এখানে গেলে আপনি ট্রেক করতে পারবেন। পাশাপাশি এখানে আসলে ঘুরে দেখতে পারবেন ছোট শিব মন্দির। তাছাড়া এইখানে ভোরের সকাল আপনাকে এক মনোরম দৃশ্য দেখাবে। পাশাপাশি আপনি যদি ভোরবেলায় রওনা দেন তাহলে দুপুরের মধ্যেই এখানে পৌঁছিয়ে যাবেন। তাছাড়া শীতকালে পিকনিক করতে হলে এই জায়গাটি একেবারে উপযুক্ত জায়গা।

কীভাবে যাবেন,কোথায় থাকবেন?

কুহুবুরুর নিকটবর্তী স্টেশন হল পুরুলিয়া (Purulia)। এর দূরত্ব বাহান্ন কিলোমিটার এর মতন। অযোধ্যা থেকে গেলে ৩০ মিনিটে রাস্তা কথা আপনি পৌঁছিয়ে যাবেন। পাশাপাশি এখানে থাকার জন্য হাতে গোনা, দু তিন খানা হোমস্টে ও কটেজ রয়েছে। তাই এখানে ঘুরতে আসার আগে আগের থেকে বুকিং করে আসা শ্রেয়।