পুজোর আগে ট্রেনের ঝামেলায় পড়বেন না, চারচাকা ভ্রমণেই জমে উঠবে মামুডি যাত্রা

Published on:

Published on:

Purulia Mamudi who never loses his joy of traveling reaches the destination on four wheels

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র ৫ দিন। তারপরই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যে সকলেও ঠিক করে ফেলেছেন কে কোথায় যাবেন। এবার আপনি যদি এখন অব্দি ঠিক করে না উঠতে পারেন। পাশাপাশি ট্রেনের টিকিট যদি না পান। তাহলে আপনি গাড়ি নিয়ে ঘুরে আসতে পারেন পুরুলিয়া (Purulia)। এখানে প্রাকৃতিক পরিবেশ আপনার মন ভালো করতে বাধ্য।

ভ্রমণের আনন্দে ভাটা নয়, চার চাকায় পৌঁছে যান মামুডি (Purulia)

ইতিমধ্যে শরতের পেঁজা মেঘ মেলা দেখতে হলে শহর ছেড়ে একটু বাইরের দিকে যেতে হবে। ‌ তার ওপর পুজোর ছুটিতে যদি আপনার ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলেও ট্রেনের টিকিট না পাওয়ায় সেই পরিকল্পনার যদি বাদ যায়। তাহলে তার বাদ দিয়েন না। চার চাকায় করে ঘুরে আসুন পুরুলিয়া (Purulia)। যেখানে স্বল্প খরচে আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

 Purulia Mamudi who never loses his joy of traveling reaches the destination on four wheels

আরও পড়ুন: পুজোর ভোজে নতুন স্বাদ, ‘লেবু মরিচ চিকেনের’ সঙ্গে জমবে আনন্দ,রইল রেসিপি

কীভাবে যাবেন?

কলকাতা থেকে ভোর ভোর বেরিয়ে পড়ুন মামুডির উদ্দেশ্যে। কলকাতা থেকে খড়গপুর হয়ে জাতীয় সড়ক ১৬ ধরে সড়ক পথকে পৌঁছে যাবেন গন্তব্যে। তবে এই রাস্তার যথেষ্ট সংকীর্ণ। যেতে আপনার সময় লাগবে প্রায় ৮-৯ ঘন্টা। অর্থাৎ ভোরবেলায় বেরোলে দুপুরের মধ্যে আপনি পৌঁছে যাবেন।

কী কী দেখবেন?

এখানে ঘুরতে আসলে থাকাটা আপনার কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। কারণ এখানে রাত্রি বাস করাটা ও একটা অভিজ্ঞতা। তার পাশাপাশি এইখানে ঘুরে দেখতে পারেন মার্বেল লেক, বামনী ফলস, খয়রাবেড়া ড্যাম প্রমুখ।

কোথায় থাকবেন?

মামুডি (Purulia) গ্রামে থাকার জায়গা হাতে গোনা। তাই আগের থেকে বুকিং করে না আসলে আপনি সমস্যায় পড়তে পারেন। কয়েকটি ছোট বড় হোটেল রয়েছে। সাথে আপনি পেতে পারেন কিছু হোম স্টে।