নতুন বছরের প্রথম ট্রিপ? পুরুলিয়ার অফবিট গ্রাম হতে পারে সেরা চয়েস

Published on:

Published on:

Purulia with your family in search of nature's beauty
Follow

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছর শুরু হতেই কোথাও না কোথাও ঘুরতে যেতে সকলের ইচ্ছে করে। তবে অফিসের ছুটি ম্যানেজ না করতে পারায়, দূরে ঘুরতে যাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। তবে সপ্তাহের শেষে আপনি চাইলে ঘুরতে যেতে পারেন পুরুলিয়ায় (Purulia)। কারণ এখানে গেলে পরে একদিকে যেমন আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। অপরদিকে দুদিনের ছুটি কাটিয়ে আসতে পারবেন এই শীতের মরশুমে।

প্রকৃতির খোঁজে পরিবারকে নিয়ে ঘুরে আসুন পুরুলিয়ার অচেনা গ্রাম থেকে  (Purulia)

আপনিও যদি প্রকৃতি প্রেমী মানুষ হন তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ, আজকের প্রতিবেদনে রইলো এমন একটি ঘোরার জায়গার কথা, যেখানে আপনি সপ্তাহের শেষে পরিবার অথবা প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে যেতে পারেন। জায়গাটি হল পুরুলিয়ার (Purulia) জাজাহাতুকে। এটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমানায় অবস্থিত। এই জায়গাতেই ঘিরে রয়েছে ছোট ছোট পাহাড়। শীতকালে এই জায়গায় ঘুরতে আসলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

Purulia with your family in search of nature's beauty

আরও পড়ুন: বিয়ের মরশুমের আগে ফের বাড়ল সোনা ও রুপোর দাম! আজ ১ গ্রামের রেট কত? জানুন

এখানে ঘুরতে আসলে আপনি একদিকে যেমন সকালের সূর্যোদয় ও বিকেলের সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। তেমনি সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তাদেরকে নিয়ে ছোটখাটো একটি ট্রেক করে ফেলতে পারবেন এখানে আসলে। এছাড়া এখানকার রাস্তার দু’ধারের ঘন অরণ্য দেবে চোখকে প্রশস্তি।

এখানে ঘুরতে আসলে আপনি যেতে পারেন নরহরা জলাধার। তাছাড়া অনেকেই এখানে শীতকালে পিকনিকের জন্য আসে। তাছাড়া এখানে ঘুরে দেখতে পারেন- লায়েক বাঁধ, পাঁড়রি ড্যাম। ঝালদায় ঘোরার জায়গা আছে অনেক। চেমটাবুরু শৃঙ্গ দেখা যায় জাজাহাতু থেকে। এছাড়াও গজাবুরু শৃঙ্গ, সিন্দ্রোলিয়া এবং কীর্তনিয়া পাহাড় ঘুরতে যেতে পারবেন।

কীভাবে যাবেন ও কোথায় থাকবেন?

আপনি যদি ট্রেনে করে যান, তাহলে আপনাকে নামতে হবে মুরী জংশন। সেখান থেকে ২৭ কিলোমিটার দূরে অবস্থিত পুরুলিয়ার (Purulia) জাজাহাতু। অথবা আপনি যদি সড়কপথে যান তাহলে কলকাতা থেকে যে কোন বড় গাড়ি শহর থেকে ঝালদাতে আসা যায়। তাছাড়া ঝালদা শহর জনবহুল। এখানে রয়েছে বেশ কয়েকটি বেসরকারি কি করি রিসোর্ট। চাইলে আপনারা এখানে থাকতেই পারেন।