‘পুষ্পা’ নিয়ে উন্মাদনা তুঙ্গে, বিপুল সাফল‍্যের পর OTT তে আসছে ছবির হিন্দি সংষ্করণ

বাংলাহান্ট ডেস্ক: থামার কোনো লক্ষণই দেখাচ্ছে না ‘পুষ্পা: দ‍্য রাইজ’ (pushpa)। আল্লু অর্জুন (allu arjun) ও রশ্মিকা মন্দানা এই তেলুগু ছবি ২০২১ এর অন‍্যতম সফল ছবিগুলির মধ‍্যে একটি। তেলুগু ছবি হলেও অন‍্য সবকটি ভাষায়, বিশেষত হিন্দিতে যে পরিমাণ সাফল‍্য পেয়েছে ছবিটি তা আশাতীত। সারা বিশ্বে ৩০০ কোটিরও বেশি টাকার ব‍্যবসা করেছে পুষ্পা। অপরদিকে শুধু হিন্দি ভার্সনটি তুলেছে প্রায় ৮০ কোটি টাকা, তাও আবার মাত্র ২৪ দিনে!

হিন্দি ভাষাভাষীদের মধ‍্যে আল্লু অর্জুনের জনপ্রিয়তা লক্ষ‍্য করে আরো এক দারুন সুখবর দিয়েছেন ছবি নির্মাতারা। বড়পর্দার পর এবার ডিজিটাল প্ল‍্যাটফর্মেও দেখা যাবে পুষ্পার হিন্দি ভার্সন। ইতিমধ‍্যেই অন‍্য ভাষাগুলি অর্থাৎ তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় ‘পুষ্পা’ দেখা যাচ্ছে OTT তে। গত ৭ জানুয়ারি থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে সম্প্রচার শুরু হয়েছে এই ছবির।

Pushpa The Rise 1200by667
বড়পর্দার মতো OTT তেও ভাল প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে দর্শকদের তরফে। তাই হিন্দি ভার্সনটি আনার পরিকল্পনা। উল্লেখ‍্য, ২০২১ এ একই সময় মুক্তিপ্রাপ্ত অনেক বলিউড ছবিকেও টেক্কা দিয়েছে পুষ্পা। অথচ বলিউডে তেমন ভাবে ছবিটির প্রচারও করা হয়নি। ফিল্ম সমালোচকদের তরফেও ভাল প্রতিক্রিয়া পেয়েছে পুষ্পা। জানিয়ে রাখি, আগামী ১৪ জানুয়ারি থেকে আ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে পুষ্পার হিন্দি ভার্সন।

করোনার জেরে অন‍্য নতুন ছবিগুলির মুক্তি রুখে দেওয়ায় লাভই হয়েছে পুষ্পার। মুক্তির পর হলিউড ছবি ‘স্পাইডার ম‍্যান: নো ওয়ে হোম’ কড়া প্রতিপক্ষ হয়ে উঠেছিল পুষ্পার। কিন্তু রণবীর সিংয়ের ‘৮৩’ কে ফুৎকারে উড়িয়ে দিয়েছে এই ছবি। আল্লুর এই প্রথম কোনো ছবি হিন্দিতে ডাবিং হওয়ার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং প্রথম বলেই ছক্কা মেরেছেন তিনি।

এতদিন পর্যন্ত তাঁর ছবিগুলির হিন্দি সংষ্করণ দেখা যেত শুধুমাত্র টিভিতে। ব‍্যাপক টিআরপি উঠত সেখান থেকে। তারপরেই এই পরিকল্পনা মাথায় আসে অভিনেতার। আল্লু জানিয়েছেন, এবার বলিউডে পা রাখার জন‍্যও সম্পূর্ণ ভাবে তৈরি তিনি।  অপেক্ষা শুধু ভাল চিত্রনাট‍্যের।


Niranjana Nag

সম্পর্কিত খবর