BDO থাকাকালীন ID না দেখেই ভোটার লিস্টে নাম তুলতাম! নিজের কেচ্ছা ফাঁস করলেন কংগ্রেস প্রার্থী

বাংলাহান্ট ডেস্কঃ অসমের (assam) নাগাঁয়ের বাঁমদ্রোয়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শিবমণি বোরা (sibamoni bora) জানিয়েছেন, সেখানকার সরকারী কর্মকর্তারা কোনকিছু যাচাই না করেই ভোটার তালিকায় নাম তুলতেন। তিনি যখন একজন বিডিও হিসেবে দায়িত্ব পালন করতেন, তখন তিনি নিজেও কোনরকম প্রমাণপত্র যাচাই না করেই, অনেক মানুষকে ভোট দেওয়ার জন্য বুথের ভেতরে পাঠাতেন।

সর্বানন্দ সোনওয়াল মুখ্যমন্ত্রী হওয়ার আগে, প্রয়াত কংগ্রেস নেতা তরুন গোগোই সেখানে পরপর তিনবার মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। এবিষয়ে শিবমণি বোরা বলেন, ‘আমি রাজনীতিতে আসার অনেক আগে থেকেই মানুষের সেবা করে আসছি। একজন সরকারী কর্মচারী হিসাবেই বাবার সঙ্গে মানুষের সেবা করেছি। আমি জোর দিয়ে বলতে পারি, আপনারা সকলে আমার কারণেই নিজের ভোট দিতে পেরেছিলেন। আমার বিডিও পদের শেষের দিকে প্রমাণপত্র যাচাই করার তোরজোড় শুরু হয়েছিল’।

bbvb

তিনি আরও বলেন, ‘আমার কাজের সময় আমি কারো বাড়িতে গিয়ে প্রণামপত্র নিতাম না। যারাই এখানে এসে আবেদন পত্র জমা দিত, আমি তাদের নাম ভোটার লিস্টে আপডেট করে দিতাম। আর সেদিন যদি আমি এই কাজ না করতাম, তাহলে আজকের দিনে আপনাদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হত। এখানে যদি কংগ্রেস-এইআইডিইউএফ সরকার যদি ক্ষমতায় না আসে, তাহলে আপনাদের এই ভোটাধিকার থেকে বঞ্চিত করা হবে’।

প্রসঙ্গত, অসমে ভোটার লিস্টে নাম তুলতে গেলে উচ্চপদস্থ আধিকারিকদের সাহায্য নিতে হয়। তাদের সাহায্য ছাড়া ভোটার লিস্টে নাম তোলা যায় না। সেখানে প্রমাণ করতে হয়, আপনাই এই দেশের নাগরিক কিনা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর