‘ভারতের থেকে শিখুন’, মেক ইন ইন্ডিয়ার উল্লেখ করে মোদীর ভূয়সী প্রশংসা পুতিনের

বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভূয়সী প্রশংসায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। মঙ্গলবার মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India) প্রজেক্টকে সঠিক কাজ বলে মন্তব্য করেন তিনি। চতুর্থ ইস্টার্ন ইকোনমিক ফোরামে রাশিয়ান গাড়ি তৈরি নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে এমনটাই বলেন পুতিন।

এদিন রুশ‌ প্রেসিডেন্ট বলেন, ‘অভ্যন্তরীণভাবে তৈরি অটোমোবাইলগুলি ব্যবহার করা উচিত এবং ভারত ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে সেই নীতিগুলির মাধ্যমে উদাহরণ স্থাপন করেছে। পুতিনের কথায়, ‘ভারতের থেকে শিখতে হবে।’

তিনি বলেন, ‘ভারত গাড়ি উৎপাদন, জাহাজ উৎপাদনের দিকে মনোনিবেশ‌ করছে। এক্ষেত্রে মোদী ‘মেক ইন ইন্ডিয়া’র বিষয়টি ভারতবাসীকে মনে করিয়ে উৎসাহ জোগাচ্ছেন। আমাদেরও সেই পরিকাঠামো আছে। আমাদেরও এই পথে চলা উচিত।’

রাশিয়ারও (Russia) ঠিক একই পথে চলতে পারে বলে মন্তব্য করে পুতিন বলেন, ‘রাশিয়ার তৈরি অটোমোবাইলগুলি (Automobile) ব্যবহার করা অনেকটাই ভালো। আমাদের অবশ্যই সেগুলি ব্যবহার করতে হবে।’

মঙ্গলবার ভারত, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সঙ্গে যে ইকোনমিক করিডোর নিয়ে চুক্তি হয়েছে তা নিয়েও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, ‘নয়া ইকনোমিক করিডোরের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব এবং ভারতের সঙ্গে একমত হয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রকল্পের রাশিয়া উপকৃত হবে।’

Monojit

সম্পর্কিত খবর