প্রধানমন্ত্রী মোদিকে পুতিনের চিঠি, নববর্ষের অভিনন্দন বার্তায় ভারতের প্রশংসায় বললেন একথা

বাংলাহান্ট ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রীসহ সকল ভারতবাসীকে শুভ বড়দিন এবং শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। শুধু তাই নয়, ভারতে রাশিয়ার দূতাবাসের মাধ্যমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো বার্তায় পুতিন ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও উন্নত করার কথা বলেছেন।

পুতিন তাঁর বার্তায় বলেছেন যে 2022 সালে রাশিয়া এবং ভারত কূটনৈতিক সম্পর্কের 75 তম বার্ষিকী উদযাপন করছে এবং বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার নির্ভর করে তা ভবিষ্যতে আরও অগ্রগতি ইতিবাচক ফল লাভ করবে। পুতিন আরও জানিয়েছেন, “আমি নিশ্চিত যে ভারতের সম্প্রতি শুরু হওয়া SCO এবং G20 এশিয়া ও বিশ্বে স্থিতিশীলতা এবং নিরাপত্তা জোরদার করার স্বার্থে আমাদের সকলকে উপকৃত করবে।”

পুতিনের কথায়, ভারত এবং রাশিয়া তাদের বিশেষ অধিকারপ্রাপ্ত অংশীদারিত্বের বিকাশ অব্যাহত রাখবে। পাশাপাশি রুশ প্রেসিডেন্ট আরোও বলেন, “জ্বালানি, সামরিক প্রযুক্তি ছাড়াও বড় আকারের বাণিজ্য ও অর্থনৈতিক প্রকল্পগুলো সম্পন্ন করতে আমাদের দুই দেশ কখনোই পিছপা হবে না। আমরা আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার জন্য সমন্বয় প্রচেষ্টা চালিয়ে যাব আমরা।”

modi putin

প্রসঙ্গত উল্লেখ্য, অতীতেও দুদেশের মধ্যে সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে এক অপরকে সহায়তা ব্যাপারেও কথাবার্তা হয়েছে। বহু রাষ্ট্রের নানা হুঁশিয়ারির মধ্যেই গত প্রায় দু বছর ধরে ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাপূর্ণ মতামত বিনিময় শুরু হয়। সেই পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কে আরোও একধাপ এগিয়ে নিয়ে যেতেই পুতিনের এই পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর