এই মুহূর্তে দেশের ক্রীয়া জগতে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছেন দক্ষিণ ভারতের দুই শাটলার পি.ভি সিন্ধু এবং সাই প্রণীত। রবিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতকে সোনার পদক এনে দিয়েছেন পি.ভি সিন্ধু। এই প্রথম ভারতীয় যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতকে সোনার পদক এনে দিলেন। অপরদিকে আরেক ভারতীয় শাটলার সাই প্রণীত উনার কৃত্বিত্ব চোখে পড়ার মতন, শেষবার চ্যাম্পিয়নশিপে পুরুষ সিঙ্গেলসে ভারত ব্রোঞ্চ জিতেছিলেন ১৯৮৩ সালে প্রকাশ পাড়ুকোনের হাত ধরে। তারপর দীর্ঘ ৩৬ বছর কেটে যাওয়ার পর এবার আবার ভারত পুরুষ সিঙ্গেলসে ব্রোঞ্চ জিতলো সাই প্রণীতের হাত ধরে। আর এই সব কৃতিত্বের জন্যই এই দুইজন শাটলারের হাত ধরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত এক অনন্য নজির গড়লো।
আর এই দুজনের কৃত্বিত্বের জন্য ব্যাডমিন্টন অ্যসোসিয়েশণ অফ ইন্ডিয়া খুবই গর্বিত। আর সেই জন্যই বিএআই এর তরফে এই দুজন শটলারের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা করা হয়েছে। দেশের ব্যাডমিন্টন গভর্নিং বডির তরফে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে সোনা জয়ী সিন্ধুকে আর্থিক পুরস্কার হিসেবে দেওয়া হবে ২০ লক্ষ টাকা অপরদিকে ব্রোঞ্চ জয়ী প্রণীতের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার মূল্য ৫ লক্ষ টাকা।
রবিবার সোনা জয়ের পরই দেশজুড়ে প্রশংসায় ভরে উঠেছেন পিভি সিন্ধু। সিন্ধুর এই সাফল্যের পরই নানা মহল থেকে প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠছেন সবাই। বিএআই প্রেসিডেন্ট হেমন্ত শর্মা এইদিন সিন্ধুর এই জয়কে উদ্দেশ্য করে বলেন যে, এটা সারা ভারতের কাছে গর্বের বিষয়। আমরা সকলে মিলে এই জয়কে উদযাপন করব। এছাড়াও উনি প্রণীতের ব্রোঞ্চ জয়কেও গর্বের বলেন।
এছাড়া দুই শাটলারের পাশাপাশি দুজন কোচেরও চরম প্রশংসা করেছেন বিএআই এর সাধারণ সচিব অজয় সিংহানিয়া। একইসঙ্গে উনি বলেছেন ভারতের আগামী প্রজন্মের কাছে এই দুজন একটা উদাহরণ হিসাবে থেকে যাবে আজীবন।