সিন্ধুর মুকুটে নতুন পালক, চায়নার প্রতিপক্ষকে হারিয়ে জিতলেন চলতি বছরের প্রথম খেতাব

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের তারকা মহিলা শাটলার পিভি সিন্ধুর মুকুটে যোগ হলো আরও একটি পালক। হাড্ডাহাড্ডি ম্যাচে চায়নার ওয়াং ঝি য়ি-কে হারিয়ে ২০২২ সিঙ্গাপুর ওপেন জিতে নিলেন তিনি। তিন সেটের লড়াইয়ে প্রথম গেম জয়ের পর দ্বিতীয় গেম খুঁইয়েছিলেন তিনি। কিন্তু নির্ণায়ক গেমটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতে নিয়েছেন তিনি।

<span;>প্রথম গেমে প্রতিপক্ষকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছিলেন তিনি। ২১-৯ ফলে জিতেছিলেন হায়দরাবাদের তারকা। কিন্তু দ্বিতীয় গেমে চায়নার প্রতিপক্ষ ম্যাচে ফেরেন। সিন্ধুকে ১১-২১ ব্যবধানে হারান তিনি। কিন্তু নির্ণায়ক সেটে কোনও ভুল করেননি এইমুহূর্তে <span;>ভারতের ক্রীড়া জগতের সবচেয়ে বড় মুখ। ২১-১৫ ফলে জিতে গেম এবং ট্রফি নিজের নামে করে নেন তিনি।

IMG 20210801 182235

<span;>এই জয়ের ফলে তারকা চাইনিজ শাটলার ওয়াং ঝি-এর বিরুদ্ধে নিজের অপরাজিত থাকার রেকর্ডটিও বজায় রাখলেন সিন্ধু। এটি ছিল সিন্ধুর চলতি বছরের প্রথম “সুপার ৫০০” খেতাব এবং চলতি ব্যাডমিন্টন মরশুমের বিচারে তৃতীয় খেতাব। এর আগে চলতি মরশুমে সৈয়দ মোদি আন্তর্জাতিক খেতাব এবং সুইস ওপেন খেতাব জয় করেছিলেন ভারতের তারকা শাটলার।

<span;>তার এই জয়ের পর থেকে টুইটারে ট্রেন্ড করতে শুরু করেন সিন্ধু। ভক্তদের পাশাপাশি একের পর এক বিখ্যাত ব্যক্তিত্ব এই ব্যাডমিন্টন তারকাকে অভিনন্দন জানাতে শুরু করেন। অনুরাগ ঠাকুর থেকে শুরু করে দেবেন্দ্র ফড়নবিশের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও সিন্ধুকে টুইট করে এই খেতাব জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর