বাংলাহান্ট ডেস্ক: মনের অদম্য ইচ্ছা বয়েস কেও হার মানায়। আর পড়াশুনা যে কোনও বয়েসেই করা যায়। সে যে কোনও ক্লাসই হোক না কেন? সেই নজির আগেও দেখা গেছে। কিন্তু আবারও নজির ফেলে আরও পড়াশুনার আবদার করল কত্যায়ণী আম্মা ( Katyayani Amma)।
৯৮ বছর বয়সে চতুর্থ শ্রেণির পরীক্ষা পাস করেছেন কত্যায়ণী আম্মা। নারী দিবসে তাঁকে নারী শক্তি পুরস্কারে সম্মানিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। তখনই তাঁর সঙ্গে কথোপকথনে কাত্যায়ণী আম্মা জানান তিনি আরও পড়তে চান।
চতুর্থ শ্রেণির পরীক্ষায় ১০০-তে ৯৮ পেয়েছিলেন তিনি। মোদীকে কাত্যায়ণী আম্মা জানিয়েছেন, তিনি কম্পিউটারও শিখছেন।
এর আগে কেরলের বাসিন্দা ১০৮ বছরের ভাগীরথি আম্মা চতুর্থ শ্রেণির পরীক্ষায় পাস করে নজির গড়েছিলেন পড়াশোনা শুরু করেন কত্যায়ণী আম্মা। ভাগীরথি আম্মাও ভাল নম্বর করেই চতুর্থ শ্রেণির পরীক্ষায় পাস করেছিলেন।
আমি মন্ত্রী কিন্তু আমার ধর্ম মানব ধর্ম সবাই আমার কাছে সমান ,শুভেন্দু অধিকারী নারী দিবসে এরাই নারী শক্তির আসল উদাহরণ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। পড়াশোনার অদম্য ইচ্ছে তাঁদের বয়সের প্রতিবন্ধকতাকেও হার মানিয়েছে। যে বয়সে স্মৃতিশক্তি কমতে শুরু করে সেই বয়সে পড়াশোনা করে ১০০-তে ৯৮ নম্বর পাওয়া কম কথা নয়।