বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক। তাঁদের মধ্যে কারা প্রকৃতপক্ষে ‘যোগ্য’ আর কারা ‘দাগি’, সেই প্রশ্ন নিয়েই তীব্র বিতর্ক চলছিল। অবশেষে রাজ্য স্কুল সার্ভিস কমিশন (SSC) শনিবার রাতে প্রকাশ করল ‘দাগি’দের তালিকা। সেই তালিকা ঘিরেই ফের উত্তাল আন্দোলনের প্রস্তুতি নিয়েছেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা। আজ দুপুরে করুণাময়ী থেকে শুরু হবে তাঁদের এসএসসি অভিযান (SSC Abhijan)।
যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক! দাবি জানিয়ে SSC অভিযান যোগ্য চাকরিহারাদের
শনিবার রাত ৮টা নাগাদ এসএসসি-র ওয়েবসাইটে প্রথম দফায় প্রকাশিত হয় ১ হাজার ৮০৪ জনের নাম। পরে মধ্যরাতে আরও দু’জনের নাম যোগ হয়। এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠতে শুরু করে, যাঁরা প্রকৃত অর্থে যোগ্য, তাঁদের চাকরি ফেরানোর প্রক্রিয়া কেন শুরু হচ্ছে না? পাশাপাশি জানা যায়, যাঁরা ‘দাগি’, তাঁদের অনেকেই আবার নতুন নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। সেই কারণে বাতিল করা হয়েছে ১ হাজার ৪০০ জনের অ্যাডমিট কার্ড, যার ফলে মোট ২ হাজার ১৬০টি আবেদন বাতিল হয়েছে। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর SSC-র নতুন করে নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা রয়েছে।
‘দাগি’ তালিকায় উঠে এসেছে শাসকদল ঘনিষ্ঠদের একাধিক নাম। পানিহাটির তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ, প্রিয়াঙ্কা মণ্ডল, পিংলার জলচক পঞ্চায়েতের অঞ্চল সভাপতি অজয় মাঝি, এমনকি বিধায়ক ঘনিষ্ঠদের নামও তালিকায় রয়েছে। রাজনৈতিক যোগের ইঙ্গিত মেলার পর আন্দোলন আরও সরব হয়েছে। অভিযোগ, যোগ্যরা চাকরি হারাচ্ছেন অথচ প্রভাবশালীরা বছরের পর বছর বেতন তুলেছেন।
চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক চিন্ময় মণ্ডল ক্ষোভ উগরে দিয়ে বলেন, “দু’বছর ধরে আমরা নবান্ন, বিকাশ ভবন চষে বেড়িয়েছি। দাবি জানিয়েছি তালিকা প্রকাশের জন্য। শুনল না কেউ। আজ সুপ্রিম কোর্টের নির্দেশে তালিকা প্রকাশ করতে বাধ্য হল।” অন্যদিকে মেহবুব মণ্ডল প্রশ্ন তুলেছেন, “আমরা লড়েছি, সিবিআই রিপোর্ট জমা দিয়েছে। এখন পরিষ্কার হল কে দাগি, কে যোগ্য। তবুও কেন আমাদের চাকরি ফেরানো হল না?”
আরও পড়ুনঃ ‘বাঙালি অস্মিতা’ হাতিয়ার, পুজো ঘিরে বিজেপির নতুন রাজনৈতিক চাল ‘বাঙালি মিলন সমারোহ’
‘দাগি’দের নাম প্রকাশের পরও চাকরি ফেরত নিয়ে অনিশ্চয়তা কাটছে না। বরং ‘যোগ্য’ শিক্ষকরা আরও বেশি ক্ষুব্ধ। তাঁদের দাবি, এখন আর আলাদা করে দেখানোর অজুহাত নেই। তাই অবিলম্বে চাকরি ফেরতের নির্দেশ দিতে হবে। এই চাকরি ফেরানোর দাবিতেই আজ করুণাময়ী থেকে কমিশন (SSC) পর্যন্ত মিছিল করবে যোগ্য চাকরিহারারা।