‘নতুন সংসদের উদ্বোধনে কোরান পড়াও উচিৎ ছিল’, মোদি সরকারকে তোপ ওয়েইসির

বাংলা হান্ট ডেস্ক : দেশের নতুন সংসদ ভবনের (New Parliament Building) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে অনেক বিরোধী দল অনুষ্ঠান বয়কট করেছে। এই দলগুলির দাবি ছিল নতুন সংসদ ভবনের উদ্বোধন করুন রাষ্ট্রপতি। এসব বিরোধী দল থেকেও একাধিক প্রতিক্রিয়া এসেছে। কেউ এই সংসদকে কফিন বলেছে, আবার কেউ বলেছে দেশের কলঙ্ক। বিজেপির (Bharatiya Janata Party) পক্ষ থেকেও পাল্টা প্রতিক্রিয়া এসেছে। নতুন সংসদ ভবনের উদ্বোধনের পর এবার প্রশ্ন তুললেন এআইএমআইএম-র (All India Majlis-e-Ittehadul Muslimeen) প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)।

নতুন সংসদ ভবনের উদ্বোধন হল দক্ষিণ ভারতীয় হিন্দু রীতিতে। গীতা পাঠের সঙ্গে নানাবিধ পুজো-আচ্চার ব্যবস্থা। আপত্তি ওঠে এই প্রসঙ্গ নিয়েও। অনেকেই বলতে শুরু করেন ভারত গণতান্ত্রিক রাষ্ট্র। সেখানে শুধুমাত্র হিন্দু রীতি মেনে সংসদ ভবনের উদ্বোধন অসাংবিধানিক। নিজের ক্ষোভ উগড়ে দেন এআইএমআইএম প্রধান ওয়েইসিও। তিনি বলেন, ‘গীতা যেমন হয়েছে তেমন কোরান পাঠ হওয়াটাও উচিৎ ছিল। সমস্ত ধর্মকেই প্রধান্য দেওয়া কর্তব্য সরকারের।’

এরই মধ্যে নতুন সংসদ ভবনকে (New parliament building) কফিনের সঙ্গে তুলনা করে বসেন আরজেডি (RJD)। এই বিষয়ে মোদি সরকারের পাশে দাঁড়িয়ে লালু-তেজস্বীর দলকে আক্রমণ করেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। তাঁর মতে, নতুন সংসদ ভবন নিয়ে কোনও আপত্তি থাকলে তা বলাই যায়। কিন্তু এভাবে কফিনের সঙ্গে তুলনা করা একেবারেই সঠিক নয় বলেই মত তাঁর। আরজেডিকে (RJD) তীব্র আক্রমণ করেছে বিজেপিও।

owaisi as

রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তার ঠিক আগে আরজেডির পক্ষ থেকে একটি টুইট করা হয়। সেখানে নতুন সংসদ ভবন ও কফিনের ছবি পাশাপাশি বসিয়ে শেয়ার করা হয়। দলের বর্ষীয়ান নেতা শক্তি সিং যাদব জানান, ‘আমাদের টুইটে কফিনের ছবি আসলে গণতন্ত্রের কবরের প্রতীক। আমরা শুরু থেকে বলে এসেছি সংসদ গণতন্ত্রের মন্দির। সেই স্থানকে এখন যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে দেশ সেটা মেনে নেবে না। সংবিধান ও পরম্পরা, দুইয়ের উল্লঙ্ঘন করা হচ্ছে। রাষ্ট্রপতি সংসদের সর্বেসর্বা। সংবিধানই এই মান্যতা দিয়েছে। কিন্তু এই স্থানকে গণতন্ত্রের কবর করে তুললে প্রশ্ন তো উঠবেই। প্রধানমন্ত্রী কাছে অনুরোধ, দয়া করে গণতন্ত্রকে কবরে পাঠাবেন না।’

আরজেডির এই অবস্থান মানতে পারছেন না ওয়েইসি। তিনি বলেন, ‘আরজেডি ভিত্তিহীন কথা বলছে। পুরনো সংসদ ভবন তো দিল্লি দমকলের কাছ থেকে ক্লিয়ারেন্সও পায়নি। কেন আরজেডি সংসদকে কফিনের সঙ্গে তুলনা করছে? ওরা অন্য কিছু বলতে পারত। কেন ওরা এমন কথা বলতে গেল?’

এদিকে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা সুশীলকুমার মোদিও আরজেডিকে তোপ দেগেছেন। তাঁর কথায়, ‘এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে? ওদের কোনও মস্তিষ্ক নেই। নতুন সংসদ ভবন তৈরি হয়েছে জনগণের অর্থে। সমস্ত দলের প্রতিনিধিরা, যাঁরা উদ্বোধনকে বয়কট করলে তাঁদেরও এখানেই আসতে হবে। আরজেডি কি সিদ্ধান্ত নিয়েছে সংসদকে স্থায়ীভাবে বয়কট করার? ওদের সাংসদরা কি লোকসভা, রাজ্যসভা থেকে ইস্তফা দেবেন?’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর