করোনার কোপে বন্ধ কলকাতার আস্ত একটি হাসপাতাল, কোয়ারেন্টাইনে অনেক রোগী

বাংলাহান্ট ডেস্কঃ কলকাতায় একটি বেসরকারি হাসপাতাল পুরোপুরি বন্ধ করে দিল স্বাস্থ্য ভবন। চার্ণক হাসপাতালকে (Charnock Hospital) বন্ধ করে দিয়ে স্বাস্থ্য ভবন। চার্ণক হাসপাতালকে বন্ধ করে দিয়ে ইতিমধ্য়েই সেখানের প্রায় শতাধিক চিকিৎসক-নার্স কর্মী এবং রোগীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

corona 7

স্বাস্থ্য ভবন সূত্রের খবর, সম্প্রতি চার্ণক হাসপাতালেই এক রোগী ডায়ালিসিস করতে এসেছিলেন। ডায়ালিসিস  করতে এসেছিলেন। ডায়ালিসিস হয়ে গেলে তিনি ফিরে যান। কিন্তু পরে অন্য একটি শহরের বেসরকারি নার্সিংহোমে তার মৃত্যু হয়। মৃত্য়ুর পর তার লালা রস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি নোবেল করোনা ভাইরাস সংক্রমণে সংক্রমিত। সূত্রের খবর, প্রায় শতাধিক চিকিৎসক-নার্স কর্মী এবং রোগীকে কোয়ারেন্টাইনে (quarantine) পাঠানো হয়েছে। রবিবার এই খবর প্রকাশ্যে আসে।

corona 11110000

স্বাস্থ্য ভবন সূত্রের খবর, কয়েকদিন আগে এই হাসপাতালের এক রোগী ডায়ালিসিস করতে এসেছিলেন। ডায়ালিসিস শেষে তিনি ফিরে যান। কিন্তু পরে অন্য একটি শহরের বেসরকারি নার্সিংহোমে তার মৃত্যু হয়। তার লালা রস পরীক্ষা করে দেখা যায় তিনি নোবেল করোনা ভাইরাস (corona virus)  সংক্রমণে সংক্রমিত।corona 6

 

এরপরই চার্ণক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে জানতে চাওয়া হয়, ডায়ালিসিসের দিন আর কোন কোন রোগী ডায়ালিসিস রুমে ছিলেন। সংশ্লিষ্ট কয়েকজনের লালারস পরীক্ষা করে নোবেল কোন ভাইরাসের সংক্রমণ মিলেছে বলে খবর। যদিও এ প্রসঙ্গে সত্যতা স্বাস্থ্য ভবন সূত্রে যাচাই করা সম্ভব হয়নি। আর তার পরই প্রশাসন নড়েচড়ে বসে। হাসপাতালটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়। গোটা হাসপাতালে জীবাণুমুক্ত করতে সানিটাইজড (Sanitized) করা হচ্ছে।

 


সম্পর্কিত খবর