বাংলাহান্ট ডেস্ক : চাকরি পাওয়ার জন্য আমাদের প্রত্যেককেই ইন্টারভিউ (Interview) রাউন্ডের মাধ্যমে যেতে হয়। পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউ অনেক সময় আমাদের বাধা হয়ে দাঁড়ায়। তাই অনেকেই আছেন যারা এই ইন্টারভিউ রাউন্ড প্র্যাকটিস করেন। কিন্তু কিছু প্রশ্নের উত্তর এমন থাকে যা আমাদের অজানা।
অনেক সময় ইন্টারভিউয়ে ঘুরিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। তখন এটি বিভ্রান্তিকর একটি বিষয় হয়ে দাঁড়ায়। সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জ্ঞানের থেকেও বেশি দরকার হয় উপস্থিত বুদ্ধির। আমরা এমন কিছু প্রশ্ন ও তার উত্তর তুলে ধরব যা আপনাকে ইন্টারভিউ পাশ করতে সাহায্য করবে।
1. কোন প্রাণীকে ‘মরুভূমির জাহাজ’ বলা হয়?
উঃ। উট
2. বিদ্যুৎ কে আবিস্কার করেন?
উঃ। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
3. লাল গ্রহ নামে পরিচিত গ্রহটির নাম বলুন?
উঃ। মঙ্গল গ্রহ
4. “মালগুড়ি দিবস” কে লিখেছেন?
উঃ। আর কে নারায়ণ
5. মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলার নাম বল?
উঃ। বেসবল
6. ঘড়ি আবিস্কার করেন কে?
উঃ। পিটার হেনলেন
7. বিশ্বের বৃহত্তম ‘গণতন্ত্রের’ নাম বল?
উঃ। ভারত
8. মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি?
উঃ। স্টেপস (কানের হাড়)
9. উদীয়মান সূর্যের দেশ হিসাবে পরিচিত দেশের নাম বলুন?
উঃ। জাপান
10. এক সেন্টিমিটারে কত মিলিমিটার আছে?
উঃ। 10 মিমি
11. পৃথিবীতে পাওয়া কঠিনতম পদার্থের নাম বল?
উঃ। হীরা
12. ‘অন্ধকার’ মহাদেশ নামে পরিচিত কোন মহাদেশ?
উঃ। আফ্রিকা
13. ফুসফুসের কোন দিকটি ছোট?
উঃ। বাম দিকের ফুসফুস ছোট।
14. কোন প্রাণী মানুষের মতো কাঁদে?
উঃ। ভাল্লুক।
15. আচ্ছা বলুন তো, ছেলেদের শরীরের কোন অংশে হাড় থাকে না, অথচ প্রয়োজনের সময় বেশ খাড়া হয়ে যায়?
উঃ। প্রশ্ন শুনে মুখ লুকোবেন না। সঠিক উত্তর হল কান।