ব্যবহার করলেও ৯৯% লোকই Jio’র আসল অর্থ কী! উত্তর শুনে আপনিও মাথা চুলকোবেন

বাংলাহান্ট ডেস্ক : ভারতের সর্বশ্রেষ্ঠ চাকরির পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয় ইউপিএসসিকে। (Union Public Service Commission) এই কারণে এই পরীক্ষার ইন্টারভিউ অনেক সময় হেডলাইন হয় খবরের। এমন বহু মানুষ রয়েছেন যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস বা আইপিএস হওয়ার স্বপ্ন দেখেন। তবে, স্বপ্নপূরণের জন্যেও অনেক বাধার মুখে পড়তে হয়।

আসলে, এই ধরনের পরীক্ষায় ইন্টারভিউ (Interview) রাউন্ডে এমন কিছু প্রশ্ন থাকে যা অনেক সময় চাকরিপ্রার্থীদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এছাড়াও অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় সহজ প্রশ্ন ঘুরিয়ে ধরা হয়। এর ফলে অনেক সময় বিভ্রান্ত হয়ে যান প্রার্থীরা। আজ আমরা এমনই কিছু প্রশ্ন ও তার উত্তর নিয়ে চলে এসেছি যা আপনাকে ইন্টারভিউ রাউন্ড উত্তীর্ণ হতে সাহায্য করবে।

আমাদের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত এমন কিছু প্রশ্ন অনেক সময় ইন্টারভিউ রাউন্ডে জিজ্ঞেস করা হয়। কিন্তু সেই বিষয়ে আমাদের সাধারণ ধারণা না থাকার কারণে আমরা অনেক সময় ভুল উত্তর দিয়ে থাকি। আজ এমনই দশটি প্রশ্ন ও তার উত্তর নিয়ে আমরা আলোচনা করব এই প্রতিবেদনে।

1. প্রশ্ন: কোন পাখী আকাশে ডিম পাড়ে, সে ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা হয়ে উড়ে যায় ?
উত্তরঃ হোমা পাখী।

2. প্রশ্ন: আপনি কি বুধবার, শুক্রবার বা রবিবার ব্যবহার না করে পরপর তিন দিন বলতে পারেন?
উত্তর: গতকাল, আজ এবং আগামীকাল।

3. প্রশ্নঃ ভারতের কোন কোন রাজ্যে বছরে দু’বার বৃষ্টিপাত হয়?
উত্তর: তামিলনাড়ু ও পাঞ্জাব।

4. প্রশ্নঃ সেই জিনিসটি কী যা একজন মহিলা দেখায় এবং একজন পুরুষ লুকিয়ে রাখে?
উত্তরঃ পার্স।

interview xcaefca

5. প্রশ্ন: পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়?
উত্তরঃ শরৎকালে।

6. প্রশ্ন: বঙ্গভঙ্গ রদ কত সালে হয়েছিল?
উত্তরঃ ১৯১১ সালে।

7. প্রশ্ন: পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে?
উত্তরঃ ত্রিপুরা রাজ্যকে।

8. প্রশ্ন: পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
উত্তরঃ ১৭৬১ সালে।

9. প্রশ্ন: ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশে ‘ইন্ডিয়া’ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ ২ বার।

10. প্রশ্ন: JIO সিম কোম্পানির সম্পূর্ণ অর্থ কি?
উত্তরঃ Joint Implementation Opportunity।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর