সঠিক উত্তর দিতে ব্যর্থ ৯৯% মানুষই! জানেন, কোন স্কুলে শিক্ষক থাকলেও কোনও ছাত্র নেই?

বাংলাহান্ট ডেস্ক : যেকোনো সংস্থায় চাকরি পাওয়ার জন্য আমাদের ইন্টারভিউ দিতে হয়। এই ইন্টারভিউ রাউন্ড (Interview Round) উত্তীর্ণ হওয়ার জন্য বিভিন্ন মানুষ প্র্যাকটিস করে থাকেন। বর্তমানে ইউটিউবে (YouTube) এই ধরনের অনেক ভিডিও উপলব্ধ। কিন্তু তবুও এমন অনেক প্রশ্ন থাকে যা অনেকেই জানে না।

আসল ব্যাপার হল সহজ প্রশ্ন অনেক সময় ইন্টারভিউ রাউন্ডে এমনভাবে ঘুরিয়ে করা হয়। ফলে, অনেক সময় বিভ্রান্তিকর মনে হয়। এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জ্ঞানের থেকেও অনেক সময় দরকার হয় উপস্থিত বুদ্ধির। আমরা আজকের এই প্রতিবেদনে এমনই কিছু প্রশ্ন ও উত্তর তুলে ধরছি যা আপনাকে ইন্টারভিউ রাউন্ডে উত্তীর্ণ হতে সাহায্য করবে।

১) দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ?
:- ত্বক।
২) বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া পরিবর্তন দেখা যায়?
:- ট্রাপোস্ফিয়ার বা ক্ষুব্ধমন্ডল।
৩) পায়রা কীসের প্রতীক চিহ্ন?
:- প্রাচীন কাল থেকেই পায়রা শান্তির প্রতীক।
৪) চাঁদের সবচেয়ে বড় গর্ত টির নাম কি?
:- ক্লেভিয়াস।
৫) কোন পাখি সাঁতার কাটতে পারে, কিন্তু উড়তে পারে না?
:- পেঙ্গুইন।

৬) এমন কোন পাথর যা জলের উপর ভাসে?
:- পিউমিস পাথর জলের উপরে ভাসে।
৭) এশিয়ার একমাত্র খ্রিস্টান দেশ কোনটি?
:- ফিলিপাইন।
৮) কোন প্রাণীর তিনটি হৃদপিণ্ড ও দুটি মস্তিষ্ক রয়েছে?
:- অক্টোপাস।
৯) চাঁদে ওয়াইফাই ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম হয়েছে কোন সংস্থা?
:- মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা।
১০) কোন তারিখে পৃথিবীর দিনরাত্রি সমান হয়?
:- ২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর।

interview

১১) বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটি?
:- ইসরায়েল।
১২) তামাশা কোন রাজ্যের লোকনৃত্য?
:- মহারাষ্ট্র।
১৩) ইংরেজি ভাষায় ভারতের প্রথম সংবাদপত্র কোনটি?
:- দ্যা বেঙ্গল গেজেট।
১৪) কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠিত করেছিলেন?
:- রাজা রামমোহন রায়।
১৫) এমন কোন স্কুল যেখানে শিক্ষক থাকে, কিন্তু ছাত্র থাকেনা?
:- গার্লস স্কুল, কারণ সেখানে ছাত্রী থাকে, কিন্তু কোনও ছাত্র থাকেনা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর