‘তখন আর কোনও…’! পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ! এবার চরম হুঁশিয়ারি হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ পুলিশের কাছ থেকে কখনওই পক্ষপাত কাম্য নয়। তবে এখন মাঝেমধ্যেই তাদের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ উঠতে দেখা যায়। সম্প্রতি এমনই একটি ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। এবার সেই মামলাতেই পুলিশকে কড়া হুঁশিয়ারি দিল আদালত।

  • পুলিশের ভূমিকায় রুষ্ট হাইকোর্ট (Calcutta High Court)!

স্থানীয় বিধায়কের পক্ষ নিয়ে হেনস্থা করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। সম্প্রতি এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নীলকমল মণ্ডল নামের এক ব্যক্তি। সেই মামলাতেই পুলিশের ভূমিকায় উষ্মা প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)। ভরা এজলাসেই ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মামলাকারীর আইনজীবী পম্পা দে ধবল এদিন হাইকোর্টে (Calcutta High Court) অভিযোগ করেন, নিজের জমিতে চাষের কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন তাঁর মক্কেল। স্থানীয় বিধায়ক এবং তাঁর বাহিনীর বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। তিনি বলেন, এই নিয়ে পুলিশের কাছে গেলেও কোনও লাভ হয়নি।

আরও পড়ুনঃ জেলবন্দি অবস্থায় আর পারছেন না! রেগেমেগে শাহজাহান যা সিদ্ধান্ত নিলেন … জোর শোরগোল!

নীলকমলের আইনজীবী হাইকোর্টে বলেন, অভিযুক্তদের পাল্টা অভিযোগের ভিত্তিতে তাঁর মক্কেলের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে হিঙ্গলগঞ্জ থানা। জানা যাচ্ছে, গতকালের শুনানিতে এই নিয়ে উষ্মা প্রকাশ করেন জাস্টিস ঘোষ। তিনি বলেন, পুলিশ অফিসাররা আইনের তোয়াক্কা না করে যদি রাজনৈতিক পক্ষপাত করেন, তাহলে তাঁদের তালিকা বানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হবে। নির্দেশ দেওয়া হবে সংশ্লিষ্ট অফিসারকে যাতে নির্বাচনের ডিউটি না দেওয়া হয়।

Calcutta High Court

বিচারপতি ঘোষ এদিন বলেন, ‘ওই অফিসার তখন আর কোনও রাজনৈতিক যোগাযোগ রক্ষা করতে পারবেন না’। হিঙ্গলগঞ্জ থানার ওই মামলায় পুলিশের রিপোর্ট দেখেও অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্টের বিচারপতি। যদি কোনও ঘটনা না ঘটে থাকে, তাহলে দুই তরফ থেকেই কেন মামলা রুজু করছে না ওই থানা? রাজ্যের কৌঁসুলির কাছে জানতে চান তিনি।

হাইকোর্টের (Calcutta High Court) পর্যবেক্ষণ, মামলাকারীর অভিযোগের প্রেক্ষিতে লঘু ধারা এবং অভিযুক্তদের অভিযোগের প্রেক্ষিতে গুরুতর ধারায় এফআইআর করেছে হিঙ্গলগঞ্জ থানা। জাস্টিস ঘোষ বলেন, পুলিশের কাছ থেকে এই ধরণের পক্ষপাত একেবারেই কাম্য নয়। আগামী ২৭ নভেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে। এই ঘটনায় আবারও রিপোর্ট তলব করেছে আদালত।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর