বাংলা হান্ট ডেস্ক: আচার্য চাণক্য (Acharya Chanakya) ছিলেন আমাদের দেশের (India) একজন মহান রাজনীতিবিদ, কূটনীতিবিদ, এবং অর্থনীতিবিদ। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি জীবনের সকল বিষয়গুলিকে গভীরভাবে অনুভব করার পাশাপাশি মানুষের সুষ্ঠু জীবনধারা সম্পর্কে সম্যক ধারণাও প্রদান করেছেন। এমতাবস্থায়, তাঁর প্রদত্ত নীতিগুলি কেউ যদি জীবনে সঠিকভাবে মেনে চলেন সেক্ষেত্রে তিনি জীবনে সফল হতে পারবেন।
পাশাপাশি, তিনি বিভিন্ন বিষয়ে সতর্কও করেছেন সবাইকে। আচার্য চাণক্যের মতে, একজন ব্যক্তির আত্মসম্মান তাঁর সবথেকে বড় সম্পদ। তাই, প্রত্যেকের উচিত তাঁর সম্মানকে যেকোনো পদ বা প্রতিপত্তির চেয়ে বড় মনে করা। এছাড়াও, আপনি যদি সম্মান পেতে চান, সেক্ষেত্রে সবার আগে আপনাকে অন্যকেও সম্মান দিতে হবে। যে ব্যক্তি নিজের অবস্থান বা প্রতিপত্তি নিয়ে গর্ব না করে অন্যকে সম্মান করেন তিনিই সমাজে সম্মান পান। তবে, কিছু কিছু অভ্যাস আবার সমাজে অনেককে বিব্রতও করে। যেগুলি পরিত্যাগ করা উচিত। আসুন জেনে নেই সেই অভ্যাসগুলি সম্পর্কে….
১. মিথ্যে কথা বলা: একজন ব্যক্তির কখনোই মিথ্যা বলা উচিত নয়। চাণক্য বলেছেন যে, আপনি যদি কাউকে মিথ্যে বলে লাভবান হয়ে থাকেন সেক্ষেত্রে একদিন আপনার মিথ্যে অবশ্যই ধরা পড়বে এবং আপনি আপনার সম্মান হারাবেন। তাই ভুল করেও মিথ্যের আশ্রয় নিয়ে কোনো কাজ করা উচিত নয়।
আরও পড়ুন: কে আবিষ্কার করেন পেট্রোল? ৯৯ শতাংশ ব্যক্তি জানেন না এই উত্তর
২. কাউকে খারাপ কথা বলবেন না: প্রতিটি বিষয়ে খারাপ কথা বলার অভ্যাস কিছু মানুষের থাকে। তাঁরা সর্বদা অন্যের সম্পর্কে খারাপ কথা বলেন। এই ধরণের ব্যক্তিরা সুখ বা উন্নতি অর্জন করতে পারেন না। পাশাপাশি, তাঁদের এই অভ্যাসের কারণে সমাজও তাঁদেরকে কখনও সম্মানের চোখে দেখে না।
আরও পড়ুন: পকেটে পড়বে টান! নতুন বছরেই লাফিয়ে দাম বাড়ছে গাড়ির, জানিয়ে দিল মারুতি-টাটা-মাহিন্দ্রা
৩. লোভ: চাণক্য নীতি অনুসারে, একজন ব্যক্তির সর্বদা কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করা উচিত। কিন্তু, কিছুজন থাকেন যাঁরা লোভের কারণে, প্রায়শই প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করেন। এই অর্থ কোনো কাজে আসে না এবং বেশিদিন কাছেও থাকে না।
৪. সর্বদা বিনয়ী হন: চাণক্য নীতি অনুসারে, একজন ব্যক্তির স্বভাব সবসময় নম্র হওয়া উচিত। যে ব্যক্তি বিনয়ী থাকেন তিনি সমাজেও সম্মান পান। এছাড়াও, যে ব্যক্তির স্বভাবে নম্রতা রয়েছে তিনি সফলতা অর্জন করেন।