হিন্দু ক‍্যালেন্ডার দেখে মঙ্গলযান পাঠায় ইসরো! মাধবনের যুক্তিহীন মন্তব‍্যে ট্রোলের বন‍্যা নেটপাড়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় মুখ ফসকালেই ট্রোল অনিবার্য। ট্রোলের হাত থেকে কেউই রেহাই পান না। এমনকি জনপ্রিয় অভিনেতা আর মাধবনকেও (R Madhavan) ট্রোলের শিকার হতে হল নিজের মন্তব‍্যের জন‍্য। ইসরো (ISRO) হিন্দু ক‍্যালেন্ডার দেখে মহাকাশে রকেট পাঠায়, এমনি মন্তব‍্যের জন‍্য ঠাট্টার পাত্র হচ্ছেন মাধবন।

খুব শিগগিরি মুক্তি পেতে চলেছে আর মাধবন পরিচালিত এবং অভিনীত ছবি ‘রকেট্রি: দ‍্য নাম্বি এফেক্ট’। শেষ মুহূর্তের প্রচারে ব‍্যস্ত অভিনেতা। সম্প্রতি এমনি এক অনুষ্ঠানে ছবির প্রচার করছিলেন তিনি। সেখানেই মুখ ফসকে অমন মন্তব‍্য করে বসেন মাধবন, যার জন‍্য রীতিমতো ট্রোল হতে হচ্ছে তাঁকে।


ঠিক কী বলেছেন মাধবন? প্রচারে এসে অভিনেতা দাবি করেন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মহাকাশে মঙ্গলযান পাঠানোর আগে হিন্দু ক‍্যালেন্ডারের শরণাপন্ন হয়েছিল। হিন্দু ক‍্যালেন্ডার দেখেই মহাকাশে রকেট পাঠায় ইসরো।

মাধবনের মতো এমন শিক্ষিত, রুচিশীল অভিনেতার  মুখে এমন মন্তব‍্য আশা করেননি অনেকেই। হতাশ নেটিজেনদের দাবি, বিজ্ঞান বোঝা সবার সাধ‍্য নয়। একজন লিখেছেন, ‘বিজ্ঞান সবাই বুঝতে পারে না। কিন্তু তা সত্ত্বেও ভুলভাল বকে নিজেকে হাসির পাত্র করার চাইতে মুখ বন্ধ রাখা ভাল।’

অনেকে দাবি করেছেন, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দেখে শিখে যুক্তিহীন মন্তব‍্য করে যাচ্ছেন মাধবন। তিনি যে কথাগুলো বলেছেন, সেগুলো কোনো বাস্তব বুদ্ধিসম্পন্ন মানুষের পক্ষে বলা সম্ভব নয়। মাধবনের ভক্তরাও রীতিমতো হতাশ তাঁর এহেন দাবি শুনে।

প্রসঙ্গত, বিজ্ঞানী নাম্বি নারায়নণ এর জীবনের উপরে ভিত্তি করে তৈরি রকেট্রি: দ‍্য নাম্বি এফেক্ট ছবির চর্চা চলছে অনেক বছর ধরেই। সম্প্রতি ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। ছবিটিতে অভিনয় তো করেছেনই, সেই সঙ্গে পরিচালনা, প্রযোজনা এবং চিত্রনাট‍্যও লিখেছেন মাধবন।

হিন্দি, তামিল ও ইংরেজি ভাষায় শুটিং করা হয়েছে ছবিটির। এছাড়াও তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষাতেও মুক্তি পাবে রকেট্রি: দ‍্য নাম্বি এফেক্ট। আগামী ১ লা জুলাই প্রেক্ষাগৃহে আসতে চলেছে বহু প্রতীক্ষিত এই ছবি।

সম্পর্কিত খবর

X